সম্মানিত চুনতিবাসী,
আসসালামু আলাইকুম,
আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে চলমান বৈশ্বিক মহামারী “করোনা ভাইরাস” প্রসূত সংকটকাল মোকাবেলায় আমাদের প্রিয় চুনতি গ্রামে অবস্থানরত অধিবাসীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে চুনতি সমিতি ঢাকা, খান ফাউন্ডেশন, চুনতি ডট কম এবং চুনতি সমাজ কল্যাণ পরিষদের সমন্বিত উদ্যোগে সচেতনতামূলক নানাবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম ধাপে নিম্নোক্ত কার্যক্রম সুসম্পন্ন করা হয়েছেঃ
(১) চুনতির সন্তানদের মধ্যে পেশাগতভাবে ডাক্তার, এমন ১৩ জনকে নিয়ে একটি স্বাস্থ্যসেবা কল সেন্টার চালু করা হয়েছে যা ২৪ ঘণ্টা সেবা প্রদান করবে। ইতোমধ্যেই চিকিৎসকদের নাম ও ফোন নাম্বার সম্বলিত তালিকা এলাকার জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে এবং সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করা হয়েছে।
(২) স্বাস্থ্য সংকট মোকাবেলায় পর্যাপ্ত পরিমাণে ঔষধ প্রস্তুত রাখা হয়েছে।
(৩) জরুরী প্রয়োজনে ডাক্তাররা যাতে চিকিৎসাসেবা প্রদান করতে পারেন, সেই লক্ষ্যে OPD হিসেবে সীরাতুন্নবী (স: ) মাহফিলের অফিস সংলগ্ন প্রস্তাবিত জায়গাটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করে প্রস্তুত রাখা হয়েছে।
(৪) চুনতি সমাজকল্যাণ পরিষদ এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ প্রচেষ্টায় সমস্ত মসজিদগুলো থেকে প্রতিদিন ৩ বার করে নিরাপত্তা সতর্কবার্তা প্রচার করা হচ্ছে।
(৫) স্বেচ্ছাসেবক দল পর্যাপ্ত পরিমাণে হ্যান্ডওয়াশ তৈরি করে এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ, মন্দির ও বিহারে বিতরণ করেছেন।
(৬) চুনতি ডেপুটিবাজার থেকে সাতগড়, রোসাইংগাঘোনা থেকে হাজিরাস্তা পর্যন্ত সবগুলো ধর্মীয় উপাসনালয়, হাঁটবাজার, দোকানপাট, মানুষ জমায়েতের স্থান ও পুকুর ঘাট সহ বিভিন্ন পাবলিক প্লেসগুলোতে ৫টি কিটনাশক স্প্রে মেশিন এবং ১৫টি স্প্রে গানের মাধ্যমে জীবাণুনাশক ছিটানো হয়েছে।
(৭) বিদেশ ফেরতদের পর্যবেক্ষন করার জন্য পাড়ায় পাড়ায় কমিটি গঠন করা হয়েছে।
(৮) চিকিৎসকদের জন্য ঢাকা থেকে কিছু সংখ্যক PPE এবং স্বেচ্ছাসেবক দলের জন্য পর্যাপ্ত সংখ্যক মাস্কের ব্যবস্থা করা হয়েছে।
প্রাথমিক ধাপে আমাদের উদ্দ্যেশ্য ছিলো করোনা মোকাবেলায় গ্রামবাসীদের মধ্যে ব্যক্তিগত ও সামাজিক সতর্কতার মনোভাব সৃষ্টি করা। ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কিত পর্যাপ্ত সচেতনতা তৈরির পর প্রয়োজনীয় চিকিৎসাসেবার সুযোগও ইতোপূর্বে তৈরি করা হয়েছে।
আমাদের কার্যক্রমের পরবর্তী পদক্ষেপ হিসেবে গ্রামের কর্মহীন শ্রমজীবী মানুষদের জীবন রক্ষার্থে তাঁদেরকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের যোগান দেওয়াটা অত্যাধিক গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি।
এই লক্ষ্যে চাল, ডাল, আলু ইত্যাদি খাদ্যসামগ্রী বিতরণের উদ্দ্যেশ্যে সমাজের বিত্তবান ও অবস্থাপন্ন সকল ব্যক্তিবর্গের প্রতি আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসার জন্য আমরা বিনীতভাবে আহবান জানাই।
দুর্যোগপূর্ণ এই ক্রান্তিকালে আসুন আমরা যার যার সক্ষমতা অনুযায়ী এগিয়ে আসি এবং আমাদের প্রিয় জন্মস্থানের দুঃস্থজনদের পাশে দাঁড়াই।
আপনার সহায়তা পাঠাতে পারেন নিম্নোক্ত ব্যাংক আকাউন্টেঃ
A/c Name: Chunati Samity Dhaka A/c No.: 095 1201 000 000 101 Bank: UCBL Branch: Corporate Branch, Gulshan
অথবা নিম্নোক্ত ব্যাংক একাউন্টেঃ
# Kazi Ariful Islam. AC# 143 101 82817 # DBBL, Kadamtali, Ctg.
অথবা বিকাশ কিংবা অন্যান্য মাধ্যমে নিম্নোক্ত নাম্বারগুলোর যেকোনোটিতেঃ
উল্লেখ থাকে যে আপনার প্রেরিত সহযোগিতা পাঠানোর সাথে সাথেই ফোন করে উল্লিখিত যেকোনো একটি নাম্বারে জানিয়ে দিবেন দয়া করে
# Sajjad Khan Bkash: 01792104485
# Zahedur Rahman 1. Bkash-01819383870 2. Roket-018193838705
# Mohamad Nayeem [Nimu] 1. Bkash-01819313868 2. Roket-018193138684 3. Nagad-01819313868
# Ibrahim: bkash personal 01774131414
Source - Chunati.com Facebook Page
Make sure you enter the(*)required information