সম্মানিত চুনতিবাসী, আসসালামু আলাইকুম,
চলমান বৈশ্বিক মহামারী “করোনা ভাইরাস” প্রসূত সংকটকাল মোকাবেলায় আমাদের প্রিয় জন্মস্থান চুনতিতে অবস্থানরত নিম্ন আয়ের কর্মহীন মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে চুনতি সমিতি ঢাকা, খান ফাউন্ডেশন, চুনতি ডট কম ও চুনতি সমাজকল্যাণ পরিষদের সমন্বিত উদ্যোগে সামাজিক সচেতনতা ও সহায়তামুলক নানাবিধ কার্যক্রম চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় ২য় ধাপে গত ২১ ও ২২ শে এপ্রিল তারিখে চুনতি গ্রামের ৭৮০ টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
প্রতিটি প্যাকেটে ছিলো প্রায় ১০ কেজি চাল, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা বুট ও ১ টি করে সাবান।
এলাকা ভিত্তিক তালিকা নিম্নে প্রকাশ করা হলোঃ
**ফুড এইড-২**
১। বাগান পাড়া- ৫৭ জন ২। কালু সিকদার পাড়া- ১৩ জন ৩। কুমুদিয়া পাড়া- ৭৭ জন ৪। পশ্চিম ডেপুটি পাড়া- ৯ জন ৫। ডেপুটি পাড়া- ২৪ জন ৬। হাট খোলা মুড়া- ৮১ জন ৭। নলবনিয়া- ৫৯ জন ৮। রোসাইংগা ঘোনা- ৩৯ জন ৯। মাওলানা পাড়া- ৬৬ নন ১০। বড়ুয়া পাড়া- ১৪ জন ১১। পশ্চিম হিন্দু পাড়া-১১ জন ১২। পূর্ব হিন্দু পাড়া- ৪ জন ১৩। সিকদার পাড়া- ৬১ জন ১৪। মুন্সেফ বাড়ি- ৮ জন ১৫। কাজি বাড়ি- ৯ জন ১৬। মিয়াজি পাড়া- ২১ জন ১৭। শামশু হাজি পাড়া- ১৪। জন ১৮। ইউসুফ মঞ্জিল পাড়া- ৭ জন ১৯। তাউজ মেম্বার পাড়া- ১৯ জন ২০। রহমানিয়া পাড়া- ৫২ জন ২১। কাটুরিয়া পাড়া- ৩৩ জন ২২। রুস্তমের পাড়া- ৪০ জন ২৩। নয়া পাড়া- ১১ জন ২৪। গোয়াল্টিমুড়া- ৪ জন ২৫। সাতগড়- ১০ জন ২৬। পশ্চিম চুনতি (সাবেক ১নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া)- ৩৭ জন
*সর্বমোট-৭৮০জন*
উল্ল্যেখ থাকে যে এই একই প্রকল্পের আওতায় ১ম ধাপে বিগত ৫ ও ৬ ই এপ্রিল তারিখে চুনতি গ্রামের ৩২৪ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছিল।
উদ্যোক্তা, দাতা ও নিবেদিতপ্রাণ ভলান্টিয়ার্সদের ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রোগ্রাম এখনও পর্যন্ত সফলতার সাথে চলমান রয়েছে। কতৃপক্ষের তরফ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
Source - Chunati.com Facebook Page
Make sure you enter the(*)required information