ঐতিহ্যবাহী চুনতির প্রাচীন বিদ্যাপীঠ চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের সমন্বয়ে পুনর্গঠিত প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতির ২০১৬-২০১৮ কার্যকরী পরিষদের অভিষেক ও প্রথম সভা ৭ ই অক্টোবর ২০১৬ইং তারিখ শুক্রবার নগরীর একটি রেস্টুরেন্টে এক আড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়।
কার্যকরী পরিষদের সুযোগ্য সভাপতি মুহাম্মদ ইসমাঈল মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, ব্রিটিশ আমল থেকেই বাংলাদেশের সবচেয়ে বেশী শিক্ষিতের হারের ঐতিহ্য বহনকারী চুনতি গ্রামের অন্যতম বিদ্যাপীঠ এই চুনতি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে বেরিয়ে অনেকেই আজ সমাজ ও রাস্ট্রের বিভিন্ন স্থানে অধিষ্টিত হয়েছেন। প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতির মাধ্যমে তাদেরকে সাথে চুনতি উচ্চ বিদ্যালয় তথা সমাজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখাই আমাদের উদ্দেশ্য।
সমিতির সাধারণ সম্পাদক ছাইফুল হুদা ছিদ্দিকীর পরিচালনায় অনুষ্টিত এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি সাদিউল ইসলাম মুরাদ, নাসিমুল হুদা, মিনহাজউদ্দিন, যুগ্ম সম্পাদক কসশাফুল হক শেহজাদ, রবিউল হাসান আশিক, নাছিরউদ্দিন কবির, সাংগঠনিক সম্পাদক কাজী আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সহ অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক শাহাদত খান ছিদ্দিকী, সহ প্রচার সম্পাদক নাঈম ইকবাল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাহমিনা সুলতানা নিপু, শিক্ষা ও বিতর্ক সম্পাদক শেগুফতা নাসরিন আইরিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কাজী শরিফুল ইসলাম, সহ ছাত্র কল্যাণ সম্পাদক উজ্জ্বল বড়ুয়া, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাফেজ আহমদ সাঈদ, কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য আনোয়ার জাহান হেনা, কমরুল হুদা, মুজিবুল হক, বাহারউদ্দিন খান রাশেদ, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ শাহাবুদ্দিন, গোফরানুল ওয়াদুদ জুনায়েদ, মোহাম্মদ মোমেন, জিয়াদুল আমিন চৌধুরী, নেজামউদ্দিন, সাইফুল ইসলাম সায়েম ও হামিদ হোছেন।
সভায় আগামী এক বছরের জন্যে বিদ্যালয়ের ছাত্র কল্যাণ, সামাজিক উন্নয়ন বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়াও আগামী ২০১৭ সালে ঝাকঝমকভাবে চুনতির সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উৎসব করার সিদ্ধান্তও নেয়া হয়।
চুনতি উচ্চ বিদ্যালয়ের কার্যকরী পরিষদের এই সভা সুন্দর ও সাফল্যমন্ডিত করার পেছনে সহযোগিতার জন্যে ইয়াছিন মার্কেটিং কোম্পানী ও যমুনা ইলেক্ট্রনিক্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Make sure you enter the(*)required information