করোনা পরিস্থিতিতে চলমান সঙ্কটে ইতোমধ্যে আমাদের প্রিয় জন্মভূমি চুনতিতে মানবিক কার্যক্রমের সমন্বিত উদ্যোগ চালিয়ে যাচ্ছে চুনতি সমাজকল্যাণ পরিষদ যার পৃষ্ঠপোষকতায় রয়েছেন ব্যক্তিগত অনুদান দাতা, খান ফাউন্ডেশন, জেনারেল আবেদীন পরিবার , চুনতি সমিতি ঢাকা , চুনতি ডটকম এর সকল নিয়মিত অনুদান দাতা ও বয়স ভিত্তিক ক্লাব সমূহ। পুরো কার্যক্রম বাস্তবায়নে একদল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক প্রতিটি কাজে দায়িত্ব পালন করে আসছেন। চুনতি(www.chunati.com) বাসির এই মেলবন্ধন যেমনি সাফল্যজনক তেমনি ঈর্ষণীয়।
পবিত্র রমজান ও ঈদের প্রাক্কালে অনেক সামর্থ্যবান যাকাত আদায় করে থাকেন। চুনতির প্রবীণ, নবীন ও ধর্মীয় ব্যাক্তিত্বদের সমন্বয়ে একটি " যাকাত ফান্ড ম্যানেজমেন্ট কমিটি" শুধুমাত্র যাকাত গ্রহণে যোগ্যদের তালিকাভূক্ত করে বিতরণের জন্য উদ্যোগ গ্রহণ করেছে । এতে আপনার সহযোগিতা প্রত্যাশা করছি।
এছাড়া, উল্লেখযোগ্য সংখ্যক স্বল্পআয়ের পেশাজীবী বিশেষত তৈরিপোশাক কারখানার কর্মী ও বিভিন্ন বণিক সমিতিতে কর্মরত সেলসম্যান যারা নিয়মিতভাবে সুন্দর দিনাতিপাত করতেন তারাও বর্তমানে অভাবের তাড়নায় দুঃসহ অবস্থায় রয়েছেন, তাই এই সমস্ত নীরব মধ্যবিত্ত শ্রেণীর জন্য আলাদা একটি "প্রণোদনা তহবিল" গঠন করার জন্য প্রস্তাবনা এসেছে ।
ইতোমধ্যে এই কার্যক্রমে বিভিন্ন ধাপে আট লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে যাতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনার অনুদান নিমোক্ত নম্বর সমূহের মাধ্যমে প্রদান করা যাবে। যারা অনুদান দেবেন তাদের প্রতি বিনীত অনুরোধ মেসেজ অথবা ফোন করে সংশ্লিষ্ট ব্যক্তিকে আপনার প্রদত্ত অর্থ ( যাকাত/ প্রণোদনা ) নিশ্চিত করবেন।
Donation for distressed people during Corona Pandemic at Chunati may be sent to :
# A/C : Chunati Samity Dhaka
No.: 095 1201 000 000 101
Bank: UCBL Corporate Branch, Dhk
# A/C: Kazi Ariful Islam.
No. 143 101 0082817
Bank: DBBL, Kadamtali, Ctg
Or
# Sajjad Khan : 01792104485 (bKash)
# Zahed : 01819383870 (Nagad/ bKash)
# Nimu : 01819313868 (Nagad/ bKash)
# Sadu : 01819807403 (bKash)
# Ibrahim : 01774131414 (bKash)
Make sure you enter the(*)required information