বায়তুশ শরফের পীর বাহরুল উলুম শাহ মাওলানা কুতুব উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার দুপুর আড়াইটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মাওলানা কুতুব উদ্দীন সাহেব ইন্তেকাল করেন। কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে এয়ার এম্বুল্যান্সযোগে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের পীর সাহেব হিসেবে তিনি সর্বত্র পরম শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি বায়তুশ শরফ অাদর্শ কামিল মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ থাকাকালীন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে স্বর্ণপদক লাভ করেন। মাওলানা কুতুব উদ্দীন সাহেব ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও র্ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান। মাওলানা কুতুব উদ্দিন চট্টগ্রামের শীর্ষস্থানীয় দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, ১৯ দিন ব্যাপী সিরতুন্নবী (স.) মাহফিলের অন্যতম পৃষ্ঠপোষক। এছাড়া বায়তুশ শরফের অধীনে দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত অসংখ্য মাদ্রাসা, মসজিদ, দাতব্য চিকিৎসালয়, এতিম খানা ও বিভিন্ন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন।
মাওলানা কুতুব উদ্দীন অসাধারণ মেধার অধিকারী ছিলেন। উনার অগাধ জ্ঞান ও পাণ্ডিত্যের স্বীকৃতি স্বরূপ আলেম সমাজ উনাকে "বাহারুল উলুম" উপাধীতে ভূষিত করেন।
১৯৩৮ সালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগরের সুফি মিয়াজি পাড়ায় জন্মগ্রহণ করেন ক্ষণজন্মা এই আধ্যাত্মিক পুরুষ। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও ৬ কন্যা সন্তানের জনক।
রিপোর্ট : সাইফ এম মুরাদ
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ সুবহানুতায়ালা উনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক !
Aameen.
Make sure you enter the(*)required information