গত ১২ই জুন চুনতী ডট কম এর উদ্যোগে কোভিড ১৯ সংকট উত্তরণে করণীয় নির্ধারণ। প্রেক্ষিত : বাংলাদেশ ও চুনতী (COVID-19 Crisis: Socio-Economic Impact and Response in the context of Chunati & Bangladesh) শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
চুনতী ডট কমের উদ্যোগে নতুন এক সংযোজন বা যুগান্তকারী পদক্ষেপ। দীর্ঘক্ষণ লাইভ প্রোগ্রাম কোন সমস্যা ছাড়া চুনতীর মানুষ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরভাবে শোনার সুযোগ পেয়েছে। ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে চুনতীর লোকজন এই যুগান্তকারী অনুষ্ঠান দেখার সুযোগ পেয়েছেন। মহতী উদ্যেগের পরিকল্পনা ও কারিগরী সহায়তায় ছিলেন জনাব জনাব কাজী লতিফুল ইসলাম ও কাজী শরিফুল ইসলাম। আশা করি চলমান ক্রান্তিকালে চুনতীর প্রতিটি মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পাশে দাড়াবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহায়তায় নিজের সর্বোচ্চ সহযোগীতার চেষ্টা করবে ইনশাআল্লাহ। পুরা প্রোগ্রাম এর ভিডিও দেখতে চাইলে নিচের ফেসবুক অথবা ইউটিউব লিঙ্ক থেকে দেখতে পারবেন।
https://www.facebook.com/chunatidotcom/videos/1137616459949189/
https://www.youtube.com/watch?v=JRFh9QCm3cA
রিপোর্ট : শাহাদ হোসেন
Make sure you enter the(*)required information