চুনতী ডট কম এর উদ্যোগে করোনায় করণীয় নিয়ে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেবার জন্য চুনতির চিকিৎসকদের নিয়ে দুই পর্বের ওয়েবিনারের প্রথম ওয়েবিনার (পর্ব -১ ) অনূষ্ঠিত হয় গত ২৩ই জুন, মঙ্গলবার রাত ৮টায় অনুষ্ঠিত হয় আজ বাংলাদেশ সময় রাত ৮ টায়। চুনতি ডট কম ফেইসবুক ও ইউটিউব পেজের মাধ্যমে ওয়েবিনার সরাসরি প্রচারিত হয়।
জনাব যাহেদুর রহমান সঞ্চালণায় ওয়েবিনারে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর ডাঃ এজেএম সাদেক, ডাঃ ছেহেলি নার্গিস, ডাঃ আব্দুস সালাম ওসমানী। ওয়েবিনার টি দুটি ভাগে অনুষ্ঠিত হয়।প্রথম ভাগে বক্তারা ওনাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন এবং দ্বিতীয় ভাগে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। করোনার এই কঠিন সময়ে শিশু ও গর্ভবতী মায়ের করণীয় নিয়ে বক্তারা তাদের বক্তব্য উপস্থাপন করেন, সাথে সাধারণ মানুষদের করোনার সময় কি করনীয় সেটা নিয়ে আলোচনা করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শক এই প্রোগ্রাম উপভোগ করেন, সাথে চুনতির ক্যাবল নেটওয়ার্ক এই প্রোগ্রামটা সরাসরি সম্প্রচারিত হয়।
Make sure you enter the(*)required information