আপনাদের অনুপ্রেরণা ও সহযোগিতায় চুনতি ডট কম তিনটি ওয়েবিনার সফলভাবে সম্পন্ন করেছে। সবার উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে উদ্বেলিত করেছে, উৎসাহিত করেছে আরো ওয়েবিনার আয়োজন করার।
করোনা পুরো দুনিয়াকে স্থবির করে দিয়েছে। শারীরিক ও মানসিক সমস্যার সাথে সাথে বিশ্ব এক বিপুল অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বর্তমান অবস্থা ও কোভিড পরবর্তীকালীন সময়ে অর্থনৈতিক সমস্যা মোকাবেলা ও সম্ভাবনার ওপর আলোচনার করার জন্য চুনতি ডট কম দেশ বরেণ্য ব্যাক্তিত্বদের নিয়ে আসছে চতুর্থ ওয়েবিনারে যেটা অনূষ্ঠিত হবে আগামী ১০ই জুলাই , শুক্রবার, বাংলাদেশ সময় রাত ৮:৩০ টায়। চুনতি ডট কম ফেইসবুক ও ইউটিউব পেজের মাধ্যমে নিম্নোক্ত লিংকে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।
https://www.facebook.com/chunatidotcom/
https://www.youtube.com/channel/UCEHElaLrs8S8N-ntVwTNDsw
ফজলে এলাহী আরজু ও বাসেত এর সহযোগিতায় সমগ্র লোহাগাড়া উপজেলায় গ্রীন ক্যাবল নেটওয়ার্ক এর মাধ্যমে চ্যানেল নাম্বার 16 তে সকল স্তরের টিভি দর্শকবৃন্দ এই অনলাইন প্রোগ্রাম উপভোগ করতে পারবেন।
বিষয় : বর্তমান ও কোভিড পরবর্তীকালীন সময় : সমস্যা ও সম্ভাবনা(Challenges and Opportunities in current & post COVID-19 Situation.)
নিম্নোক্ত সম্মানিত অতিথিবৃন্দ এই লাইভ প্রোগ্রামে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন:
- জনাব মাসুদ খান- জনাব নকিব খান- প্রফেসর ডঃ নিয়াজ আহমেদ খান
অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন :- জনাব যাহেদুর রহমান- জনাব কশশাফুল হক শেহজাদ
অনুষ্ঠানটির পরিকল্পনা ও কারিগরি সহায়তায় আছেন :- কাজী লতিফুল ইসলাম- কাজী শরিফুল ইসলাম
শিল্প নির্দেশনা: আব্দুল হালিম
আয়োজক: চুনতি ডট কম
আপনাদের সবাইকে শুক্রবার রাত ৮:৩০ টার সময় চুনতি ডট কম ফেইসবুক ও ইউটিউব পেজে জয়েন করে অনুষ্টানটি উপভোগ করার আমন্ত্রণ রইল।
চুনতি ডট কম ওয়েবিনার কমিটিতে যারা আছেন :
ছাইফুল হুদা সিদ্দিকীকাশশাফুল হক শেহজাদডাঃ আব্দুস সালাম ওসমানী ( আবু)সাজ্জাদ খানকাজী আরিফুল ইসলামনাঈম নিমুযাহেদুর রহমানকাজী লতিফুল ইসলামরবিউল হাসান আশিকআব্দুল হালিমকাজী শরিফুল ইসলামমোঃ ইব্রাহিম
সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
Make sure you enter the(*)required information