এক বছর পূর্ণ হলো চুনতিতে নব সংযোজন স্বাস্থ্য খাতে উন্নয়নের পথ চলা। ১০ শয্যা বিশিষ্ট মাতৃসদন হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিলো গত বছর ৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে চুনতিতে। চুনতির কৃতি সন্তান শ্রদ্ধেয় মেজর জেনারেল মরহুম মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, বীর বিক্রম নিজে এ হাসপাতালের উদ্বোধন করে ছিলেন। লোহাগাড়া উপজেলার চুনতিতে স্বাস্থ্যপ্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ৫কোটি ২৯ লাখ টাকার ব্যয়ে এ হাসপাতালটি নির্মিত হচ্ছে। পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে তিনতলা ও ১০ শয্যাবিশিষ্ট এ হাসপাতাল।। মহান আল্লাহের কাছে শুকরিয়া আদায় করছি । আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সম্মান ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি চুনতির সূর্য সন্তান আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বাচ্চু চাচাকে । আপনার সার্বিক সহযোগিতা ও সহায়তার হাত ধরে চুনতিতে চিকিৎসা খাতে নতুন সংযোজন এই হাসপাতাল । আমরা দেখছি বর্তমান সরকার বরাবরের মতোই মা ও শিশু স্বাস্থ্যসুরক্ষায় অত্যন্ত যত্নশীল ভূমিকা রেখে চলেছে।প্রিয় চুনতি উন্নয়নের মহা সড়কে । অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় দ্রুত গতিতে এগিয়ে চলছে চুনতি ।শিক্ষা ও যোগাযোগ খাতে অসাধারণ উন্নয়ন ও ফায়ার সার্ভিস স্থাপন। চুনতির উন্নয়নে নিরবচ্ছিন্ন ভাবে আপনার আন্তরিক সহায়তা ও অবদান চুনতির ইতিহাসে সোনালী অক্ষরে লিপিবদ্ধ থাকবে । সবার মনে মনে গেঁথে থাকবে আধুনিক চুনতির রূপকার হিসেবে আপনার নাম। মহান আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুক।
Source: https://www.facebook.com/photo.php?fbid=10223369041597163&set=a.10203223282485776&type=3&theater
Make sure you enter the(*)required information