চুনতি ডট কমের সফল পরপর ৫টি ওয়েবিনার সম্পন্ন হয়েছে কোভিড কালীন সাধারণ ছুটির সময়ে। এখন জনজীবনে কর্ম চঞ্চলতা ফিরে আসার পর খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে সময়োচিত আরেকটি ওয়েবিনার করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে, যার লক্ষ্য হলো প্রযুক্তির উৎকর্ষতায় আইটি (IT) নির্ভর ক্যারিয়ার গঠনের তাৎপর্য। বলার অপেক্ষা রাখেনা তথ্য প্রযুক্তি বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করতে না পারলে প্রায়োগিক শিক্ষা অসম্পূর্ণ রয়ে যাবে এবং প্রতিযোগিতামূলক জব মার্কেট এবং ব্যবসা বাণিজ্যের জন্য নিজেদের প্রস্তুত করা সম্ভব নাও হতে পারে।
সুতরাং ছাত্রসমাজকে 'প্রযুক্তিগত অর্থনীতিতে পেশাগত সম্ভাবনা' সম্পর্কিত সম্যক ধারণা প্রদান করার উদ্দেশ্যে এবারের এই আয়োজন। আশা করি এর প্রভাব হবে সুদুর প্রসারী।
উপরোল্লোখিত ওয়েবিনারটি অনূষ্ঠিত হবে আগামী ২২ই অক্টোবর ২০২০ , বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮:৩০ টায়। । চুনতি ডট কম ফেইসবুক ও ইউটিউব পেজের মাধ্যমে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।
Webinar topic: “Career prospects in Digital Economy”
(প্রযুক্তিগত অর্থনীতিতে পেশাগত সম্ভাবনা )
নিম্নোক্ত সম্মানিত অতিথিবৃন্দ এই লাইভ প্রোগ্রামে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন:
- জনাব মাসুদ খান এফসিএ, এফসিএমএ
- জনাবা সুরাইয়া জান্নাত, এফসিএ
- জনাব মামুন রাশিদ, আইটি বিশেষজ্ঞ , সিয়াটল, ইউএসএ
অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন :
- জনাব যাহেদুর রহমান
- জনাব কসশাফুল হক শেহজাদ
অনুষ্ঠানটির পরিকল্পনা ও কারিগরি সহায়তায় আছেন :
- কাজী লতিফুল ইসলাম
- কাজী শরিফুল ইসলাম
আয়োজক: চুনতি ডট কম।
আপনাদের সবাইকে বৃহস্পতিবার রাত ৮:৩০ টার সময় চুনতি ডট কম ফেইসবুক ও ইউটিউব পেজে জয়েন করে অনুষ্টানটি উপভোগ করার আমন্ত্রণ রইল।
Make sure you enter the(*)required information