তরুণ ছাত্র সমাজের মেধা,মনন ও আত্মগঠনের ব্যাতিক্রমী সংগঠন অগ্রগ্রাহীর ১১-তম প্রতিষ্ঠাবার্ষিকী ১লা সেপ্টেম্বর রোজ বৃহষ্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটনস্থ একটি রেস্টুরেন্টে আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে।অগ্রগ্রাহীয়ানদের কলকাকলীতে মুখরিত হয়ে উঠে চারিদিক। সদস্যদের উপস্থিতিতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা।
এরপর শুরু হয় সদস্যদের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ। যাতে তারা অগ্রগ্রাহীকে নিয়ে তাদের ভালোবাসা,স্বপ্ন ও স্মৃতি বিবৃত করেন। বক্তব্যে তারা জাতি গঠনের জন্য ছাত্রদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার দায়িত্ব সঠিকভাবে পালন করে সুখী,সমৃদ্ধ ও আদর্শ সমাজ বিনির্মাণ করতে অগ্রগ্রাহীর ভূমিকা আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।সমৃদ্ধ ও অবক্ষয়মুক্ত সমাজ বিনির্মানের জন্য তরুণ ছাত্রসমাজ পালন করতে পারে অনবদ্য ভূমিকা।কারণ আজকের তরুণ ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ। আজকের কুঁড়িরাই আগামীর ফুল হয়ে প্রস্ফুটিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই অগ্রগ্রাহী নৈতিক মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা,সাহিত্য,সংস্কৃতির বিকাশে আত্নোন্নয়ন,চিন্তার বিশুদ্ধিকরণ ও বিকাশ সাধনের জন্য স্থায়ী উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল,সুখী,সমৃদ্ধ ও অবক্ষয়মুক্ত সমাজ গঠনের স্থায়ী লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে তা আরও বেগবান করার আশা করেন তারা। সবশেষে, ভোজনপর্বের মাধ্যমে শেষ হয় বর্ণিল এ আয়োজন। পৃথিবীকে গড়ার লক্ষ্যে সবার আগে নিজকে গড়ার স্বপ্ন নিয়ে অগ্রগ্রাহী প্রজন্ম থেকে প্রজন্ম ভালোবাসা বিলিয়ে যাবে।আলোর পথে অবিচল থেকে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে অগ্রগ্রাহী।
Make sure you enter the(*)required information