চুনতি সমিতি ঢাকার উদ্যেগে চুনতির বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ১২৫ জন গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীকে ৬ লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হয়।চুনতি সরকারী মহিলা কলেজে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।যার সহযোগী পাটনার ছিল বাংলাদেশের প্রথম গ্রাম ভিত্তিক ওয়েবসাইট www.chunati.com
অনুষ্টানে সভাপতিত্ব করেন চুনতি সমিতি ঢাকার সভাপতি ও প্রাইম ফাইন্যান্স লিমিটেডের এম, ডি আসাদ খান। জাহেদুর রহমানের পরিচালনায় ও মোশাররফ হোসেন আছিমের উদ্বোধনী ভাষনের পর আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরিদ উদ্দীন খান,জেলা পরিযদ সদস্য আনোয়ার কামাল,মুক্তিযোদ্ধা এরশাদুল হক ভুট্ট, মহিলা কলেজের প্রিন্সিপাল আবু নঈন আজাদ, চুনতি ডটকমের পক্ষে কশশাফুল হক শেহজাদ, যুগ্ন সচিব এ ডি এম আব্দুল বাসেত, লাফার্জ সুরমা সিমেন্টের ফ্যাইন্যান্স ডাইরেক্টর মাসুদ খান, উইং কমান্ডার অবঃ মাসুদ ফোরকান, চুনতি সরকারী মহিলা কলেজ ও চুনতি আলিয়া মাদ্রাসার গভর্নিং বডির সন্মানিত সভাপতি ইসমাইল মানিক। বৃত্তি প্রদান অনুষ্টান পরিচালনা করেন চুনতি সমিতি ঢাকার সেক্রেটারি সাজ্জাদ খান। অনুষ্টানে সহযোগীতা করেন কাজী আরিফুল ইসলাম।
Make sure you enter the(*)required information