আমাদের প্রিয় চুনতি সবুজ এর সমারোহ ও প্রাকৃতিক রুপে অনন্যা, এর পাহাড় সমভূমি মনভোলানো, পরিবেশ ও ভারসাম্যপূর্ণ। চুনতির সূর্য সন্তান মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন (বাচ্চু) এর পরশে যোগব্যবস্থা বিশেষত রাস্তাঘাট এর সংস্কার ও সম্প্রসারণ, সেই সাথে শিক্ষাপ্রতিষ্ঠান এর নবতর সংযোজনা জনপদে আলোড়ন এনেছে। " ইসহাক মিয়া সড়ক " অবহেলিত মানুষ দের নতুন স্বপ্ন ও প্রেরণা দিয়েছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অভিষ্ট লক্ষ্যে প্রাণপণ এগিয়ে যাওয়ার।
৩ সেপ্টেম্বর ২০১৭ ইং চুনতিতে " ইসহাক মিয়া সড়ক " শোভিত হলো ফলজ, ওষধি ও ব্যতিক্রম ধর্মী স্বপ্নিল চারাগাছ রোপণ এর মাধ্যমে। চুনতি সমাজের মুরব্বী জনাব ইসমাইল মানিকের নেতৃত্বে চুনতি গন্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিগণ, চুনতি ডটকম,চুনতি সমিতি ঢাকাও চুনতির প্রতিটি ক্লাবের প্রতিনিধিগন উপস্হিত ছিলেন।
সার্বিক সহযোগিতায় ছিল ১. দীপিত ক্লাব ২. অর্কিড ৩. চিরহরিৎ ৪. অর্ণব ৫. নিরেট ৬. প্রয়াস ৭. শিখড় এবং
www.chunati.com
Make sure you enter the(*)required information