আরাকান হতে আগত শরণার্থী দের মানবিক সহায়তায় আর্থিক, নিত্য প্রয়োজনীয় উপকরণাদি, শারীরিক ও বুদ্ধিভিত্তিক সহযোগী সর্বস্তরের চুনতিবাসীকে অশেষ ধন্যবাদ।
কৃতজ্ঞতা জানাচ্ছি বিগত ৮ সেপ্টেম্বর হতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রুমঘাটাবাসী, বিভিন্ন পর্যায় প্রায় ৩০০ অধিক স্বেচ্ছাসেবক যে শ্রম ও ত্যাগ এর বিনিময় ত্রাণ বিতরণ কে সাফল্য দিয়েছেন।
অভুতপুর্ব এ মানবিক উদ্যোগ চুনতিবাসীর সক্ষমতা একধাপ এগিয়ে গেল। নামোল্লেখ করলে ভুল বুঝাবুঝি কিংবা নাম প্রকাশে অনিচ্ছুক অনেকের অবদান খাটো হতে পারে তাই পোস্ট টি ক্ষমাসুন্দর দৃস্টি নেয়ার অনুরোধ। পালংখালী সীমান্ত দিয়ে যা দেখলাম সত্যিই অবর্ণনীয়। ওপারে আগুনের লেলিহান শিখা,পংগপালের মত ধেয়ে আসছে রোহিঙ্গারা।
যে পরিমাণ ত্রাণসামগ্রী ( ২০ লক্ষাধিক সমমুল্যের) নিয়ে " প্রিয় চুনতি " র ব্যানারে আমরা গিয়েছিলাম শরণার্থী সংখ্যা তুলনায় তা নগন্য তবে চুনতিবাসী ও সহযোগীদের এ অবদান অসামান্য।
আমাদের তুষ্টি, সঠিক তথ্যের কারণে দুর্গম হলেও আমরা প্রকৃত ও একেবারে নবাগত শরণার্থীদের হাতে কাংখিত উপহার সামগ্রী পৌঁছাতে পেরেছি।
চুনতি বাসীর উদ্যোগে আরাকানের রোহিঙ্গা শরনার্থীদের জন্য ক্রীত/বন্টিত ত্রাণ সামগ্রীর তালিকা :-
১। বালতি-২৫ লিটার ধারণক্ষম [তালিকার ২-১৯ নং প্রতিটি বালতিতে পুরে ঢাকনা সহ গাম টেপে মুড়িত]
২। মগ
৩। বদনা
৪। মিনারেল ওয়াটার-১ লি.
৫। লুঙ্গি-২টি
৬। থামি-২টি
৭। ওড়না/গামছা
৮। টি সার্ট
৯। ছেলেদের কাপড়
১০। মেয়েদের কাপড়
১১। শিশুদের কাপড়
১২। চিড়া
১৩। চিনি
১৪। পাউরুটি
১৫। বিস্কিট
১৬। ঔষুধ সামগ্রী [খাবার স্যালাইন সহ]
১৭। লবন [কনফিডেন্স]
১৮। স্যভলন সাবান
১৯। বাছাইকৃত ব্যবহৃত কাপড়
২০। তেরপাল
২১। ফ্লোর মেট
২২। বাশঁ [টয়লেট প্রস্তুতে ব্যবহৃত]
এবং
২৩। নগদ টাকা বিতরণ ও ১৬ টি ঘেরা টয়লেট করে দিয়েছি।
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলের মংগল করুন এবং এর উত্তম প্রতিদান দিন।
শংকিত ও উদ্বেগ কবে নাগাদ এই সমস্যার সুরাহা হবে, আল্লাহ আমাদের কে যে কোন ভয়াবহতা হতে নাজাত দিন।
প্রসংগত, আমরা চুনতিবাসী নানা ব্যানারে (বয়স, শ্রেণী পেশা, রাজনৈতিক, সামাজিক) একে অপরের কাছে পরিচিত কিন্ত রক্তের সম্পর্ক ও পারিবারিক বন্ধনে একই সূত্রে গাঁথা। তাই আমরা চাই চুনতি ডটকম (যার একক / সদস্যভিত্তিক কোন মালিকানা নেই, নেই কোন বিধিবদ্ধ পর্ষদ তবে সর্বস্তরে পরিচিতি ও গ্রহণযোগ্যতা ইতোমধ্যে পেয়েছে) হোক আমাদের সার্বজনীন চুনতিবাসীর।
জরুরী ভিত্তিতে সেনিটেশন ও চিকিৎসা সেবা অত্যাবশ্যক নতুবা মহামারী ও পরিবেশগত বিপর্যয় আসতে পারে।
সকলের প্রতি আবেদন www.chunati.com আলাদা কোন স্বত্তা / সংগঠন নয়, এটি আপামর চুনতিবাসীর একক প্লাটফরম।
সূত্র : জাহেদ রহমান ফেইসবুক পেজ
Make sure you enter the(*)required information