অদ্য ২৯/০৯/২০১৭ তারিখে চুনতি মেহেরুন্নিসা স্কুল সড়ক সংলগ্ন রাস্তায় হাতিয়া খালের উপর নব নির্মিত সেতুর শুভ উদ্বোধন করা হয়। সর্বসাধারণ মানুষের উদ্যোগে নির্মিত ব্রিজটির নির্মান বাজেট ধরা হয় ৬ লক্ষ টাকা। সরকারি প্রকল্প LGSP মাধ্যমে ৪০,০০০ টাকা অনুদান ছাড়া বাকি টাকা চুনতির সর্বস্তরের জনসাধারণ থেকে সংগ্রহ করা হয়ছে। এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবি ও কষ্ট লাগবের জন্য ব্রিজটি নির্মান করা হয়। ব্রিজটি নির্মান করায় এলাকাবাসী তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। এলাকাবাসী বিগত সময়ের দুঃখের কথা স্বরন করে ব্রিজ নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, এই ব্রিজ নির্মানের মাধ্যমে হাজারো মানুষের যোগাযোগের পথ সুগম হলো। যাতে করে এ রাস্তা দিয়ে চুনতী রুস্তমের পাড়া থেকে মেহেরুন্নিসা স্কুল হয়ে চুনতী মুন্সেফ বাজার সহজে যাতায়াত করা যাবে। এর মধ্য দিয়ে এতদাঞ্চলের লোকজন উন্নত যাতায়াত সুবিধা ভোগ করতে পারবেন। শুক্রবার বাদ জুমা এ ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন চুনতীর কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহম্মদ ঈসমাঈল মানিক সাহেব। এতে আরো উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ জনাব হাফিজুল হক নিজামী, চুনতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন (জনু কোম্পানী), জাহেদ রহমান, কাজী আরিফুল ইসলাম, ছৈয়দুর রমান ছৈয়দু, আয়াজ, আবুল, টিটু, চৌকিদার নুরু সহ এলাকার মুরব্বিগন। দেশ ও জাতির কল্যান কামনার মধ্য দিয়ে উদ্বোধন কার্য শেষ হয়।
Make sure you enter the(*)required information