চুনতি ডট কম শিক্ষা সামগ্রী বিতরণ ২০২৩ গত ১৭ ফেব্রুয়ারী , শুক্রবার চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ বারের মত এই আয়োজনে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক শ্রেণির ৩০০ এর অধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি ও চুনতি সরকারি মহিলা ডিগ্ৰী কলেজ এর অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আলহাজ্ব আমিন আহমদ খান (জুনু মিয়া)। চুনতি ডটকম এর আয়োজনে ও শুভানুধ্যায়ীদের বদান্যতায় একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় এই মহতি অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন কবি অধ্যাপক রুহুল কাদের (রুহ রুহেল) ও মোঃ আরিফ রব্বানী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এ এইচ এম শাকিল। চুনতি ডট কম এর পক্ষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজি আরিফুল ইসলাম । সংক্ষিপ্ত পরিসরে শুভেচ্ছা জ্ঞাপন করেন চুনতি শাহী জামে মসজিদের খতিব ও চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী, বিশিষ্ঠ শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ এজেএম সাদেক, চুনতি সমিতি ঢাকা এর সাধারণ সম্পাদক সাজ্জাদ খান, আনজুমান এ তোলাবায়ে সাবেকিন এর সেক্রেটারি মাওলানা অলিউদ্দিন মোহাম্মদ , চুনতি সমাজ কল্যাণ পরিষদের সম্পাদক এডভোকেট মিনহাজুল আবরার, ডেপুটি মুস্তাফিজুর রহমান খান ফাউন্ডেশন এর পক্ষে ওয়েস্টার্ন মেরিন এর পরিচালক আরিফুর রহমান খান ও আমেরিকান এম্বেসির সাবেক সিনিয়র পরিচালক বোরহান উল্লাহ খান প্রমুখ। মঞ্চে উপবিষ্ট ছিলেন খলিলুর রহমান খান, হিলালী জাহান, সীরাতুন্নবী সঃ মাহফিল চুনতী এর মূতোয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, মোঃ নাইম নিমু, সাদুর রহমান, ছৈয়দ উদ্দিন ছিদ্দিকী, সাজেদা সুরাত, মাহমুদ জামান খান, কাজি আবদুল ওয়াহেদ ছোহেল, রবিউল হাসান আশিক,নাজেম উদ্দিন ছিদ্দিকী, কাজি শরিফুল ইসলাম, কায়সার খান, চুনতি ইউপি সদস্য আল মোহতাদি, প্রকৌশলী সামির উদ্দিন রিপন, আয়কর আইনজীবী কুতুব উদ্দিন, মোঃ ইব্রাহিম, কাজি রাকিবুল ইসলাম সহ আরো অনেকে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা সকল পৃষ্ঠপোষক, স্বেচ্ছাসেবক এবং চুনতির সব ক্লাবগুলোকে যারা আমাদের এই মহতি কাজে সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন।উল্লেখ্য চুনতি ডট কম এই আয়োজনে অন্যতম সহযোগী প্রতিষ্ঠান হিসাবে ছিল ডেপুটি মুস্তাফিজুর রহমান খান ফাউন্ডেশন। চুনতি ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে এই বছর এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে । শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা, চুনতি ফাতেমা বতুল মহিলা মাদ্রাসা, চুনতি হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,চুনতি মেহেরুন্নিসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুনতি নলবনিয়া দারুল কোরান ইবতেদায়ী মাদ্রাসা,চুনতি আনসার ভি.ডি.পি সরকারি প্রাথমিক বিদ্যালয় । শিক্ষাসামগ্রীর মধ্যে ছিল প্রতিটা ছাত্র-ছাত্রীর জন্য একটি আকর্ষণীয় স্কুল ব্যাগ স্কুল , ৬টি খাতা, কলম, পেন্সিল, ইরেজার এবং শার্পনার সহ একটি বক্স থাকে ।
Make sure you enter the(*)required information