দারিদ্র্যের কুয়াশাঁয় থামবে না আলোর পথের অভিযাত্রা,সিঁড়ি হয়ে পাশে থাকবে চুনতি উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ১৯৯৭” -এ স্লোগানকে সামনে রেখে মানবতার অলংকরণে, আলোকিত সমাজ বিনির্মানে এগিয়ে যাচ্ছে চুনতি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। তারই ধারাবাহিকতায় আজ শনিবার ৪ই নভেম্বর সকাল ১১টায় চুনতি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এস, এস, সি ২০১৭ এর মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ গরিব মেধাবী ১২ জন ছাত্র-ছাত্রীকে ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ফরম ফিলাপ করে দেওয়া হয় ৷ জনাব ইঞ্জিনিয়ার ছামীর উদ্দীন এর সঞ্চালনায় চুনতি উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক জনাব নাসির উদ্দীন বাবরের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনতি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জনাব আলহাজ্ব আনোয়ার কামাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মাহবুবুর রহমান, জনাব মমশাদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক জনাব শফি নোমান ,বাবু অসীম কুমার দাশ ৷ ১৯৯৭ ব্যাচের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন আইরিন তাহের, অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন ৯৭ব্যাচের জনাব সাজ্জাদ কামাল,জনাব নুরুল হক,জনাব আবদুল আলিম, জনাব নুরূচ্ছফা,জনাব সালাউদ্দীন,জনাব কুতুব, জনাব শুভ, জনাব মনছুর, জনাব মোক্তার ,জনাব সিরা্জ, কামাল,জনাব দেলোয়ার ,জনাব আয়য়ুব,জনাব জসিম,জনাব খোরশেদ আলম প্রমূখ ৷
Make sure you enter the(*)required information