চুনতি ডট কম ম্যারাথন ২০২৩ এর রেস টি-শার্টের ডিজাইন সবার জন্য উন্মোচন করা হয়েছে । ১০ কিমি ও ৫ কিমি রেসের জন্য আলাদা আলাদা ডিজাইন করা হয়েছে। অনিন্দ্য সুন্দর এই টি-শার্ট দুটি ডিজাইন করেছেন চুনতির কৃতি সন্তান ও দেশ বিদেশে পুরস্কারপ্রাপ্ত স্বনামধন্য শিল্পী আব্দুল হালিম। আব্দুল হালিম বর্তমানে ক্রাউন সিমেন্ট লিমিটেডে হেড অফ ডিজাইন হিসেবে কর্মরত আছেন। এছাড়াও চুনতি ডটকম ম্যারাথন ২০২৩ এ সম্পূর্ণ নিজস্ব ডিজাইনে চায়না থেকে ইমপোর্ট করা মেডেল রানারদের প্রদান করা হবে। মেডেলের ডিজাইন ও খুব শীঘ্রই উন্মোচন করা হবে। আশা করা যাচ্ছে অনিন্দ্য সুন্দর টি-শার্ট ও মেডেল এর জন্য এবার আরো অনেক বেশি সংখ্যক রানার চুনতি ডট কম ম্যারাথন অংশগ্রহণ করবে।
Make sure you enter the(*)required information