চুনতি ডটকম রানার্স স্কলারশিপ ২০২৪ প্রাপ্ত রানারদের আজ চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে চুনতি ডটকমের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা হিসেবে ক্রেস্ট, প্রাইজ মানি ও সার্টিফিকেট তুলে দেন ওয়ার্ল্ড ব্যাংক লিড ফিনান্সিয়াল এনালিস্ট সুরাইয়া জান্নাত লাভলী এফসিএ,ইউএস এম্বেসি সাবেক সিনিয়র কর্মকর্তা বোরহান উল্লাহ খান ও মিসেস হিলালী জাহান।
উল্লেখ্য চুনতি ডটকম রানার্স স্কলারশিপ ২০২৪ তিনটি ক্যাটেগরিতে নির্বাচিত হয়েছেন: ১) আব্দুল্লাহ আল সাবিত - ডায়মন্ড ক্যাটেগরি ২) মোহাম্মদ জাওয়াদ আফনান - গোল্ড ক্যাটেগরি ৩) মোঃ সাইদ - সিলভার ক্যাটেগরি।
Make sure you enter the(*)required information