আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৪ চুনতি আনজুমনে ইখওয়ানোত এর উদ্যোগে ৪১তম ঈসালে সাওয়াব মাহফিল মসজিদে বায়তুল্লাহ , সীরত ময়দানে অনুষ্ঠিত হবে ।
তরিকত এ মূজাদ্দেদীয়া চুনতি - শেরহিন্দ মূজাদ্দেদ আলফেসানী (রাহঃ)- আব্দুল বারী (রাহঃ) -হামেদ হাসান আলভী আজমগড়ী (রাহঃ)- ফজলুল হক (রাহঃ)-আবদুস সালাম আরাকানী (রাহঃ)-নজির আহমদ (রাহঃ)-মনির আহমদ (রাহঃ)-হাবিব আহমদ (রাহঃ)-ওবাইদুর রহমান (রাহঃ) পর্যায়ক্রমে একটি নিষ্কলুষ ও নিরেট স্বচ্ছ ছিলছিলা হিসেবে সামাজিক দায়বদ্ধতা ও সম্প্রীতির সোপান অব্যাহত রয়েছে !
ইসলামের মৌলিক স্তম্ভ # কলেমা # নামাজ # রোজা # যাকাত ও হজ্ব । আমাদের চুনতি বাসীর সৌভাগ্য শরীয়ত, তরিকত ও মারেফতের অপূর্ব সমন্বয় এর মাধ্যমে উল্লেখিত পাঁচটি স্তম্ভের সম্পূর্ণ মধ্যম পন্থা অনুসরণ ও পালনের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও আদর্শ বাস্তবায়নে সার্বজনীন ও সমন্বিত কার্যক্রম সুদীর্ঘকাল হতে সামাজিক ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে চলছে ।
চুনতি তরিকত মোজাদ্দেদীয়ার অনেকেই উচ্চাসীন পীর-মুর্শিদের ধারাবাহিকতায় নিজেরা সমৃদ্ধ ছিলেন কিন্তু থাকতেন লোকান্তরে, চলাফেরা করতেন সাধারণ মানুষের মাঝে একেবারেই সহজ সরল ও সাবলীল, পদচারণায় ছিলোনা কোন ধরণের ভাঘাড়ম্ভরতা ও পদলেহি কিংবা চাটুকারিতা। তরিকতের অনেকগুলো প্রতিষ্ঠিত সিলসিলা'র মধ্যে কাদেরিয়া- নক্সবন্দিয়া- চিশতিয়া - মোজাদ্দেদিয়া সবিশেষ সুপরিচিত । চুনতি মুজাদ্দেদীয়া হলেও অপরাপর তরিকত পন্থীদের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল । সম্প্রতি গারাঙগিয়া বড় হুজুর ও ছোট হুজুর রহঃ ঈসালে সাওয়াব ও কুমিরাঘোনা আখতারাবাদ বায়তুশ শরফ কমপ্লেক্স দুই দিন ব্যাপী মাহফিলে যুগের শ্রেষ্ঠ সন্তান হযরতুল আল্লামা ডক্টর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরি অত্যন্ত দৃঢ়তার সাথে ও শ্রুতি মধুর কন্ঠে তরিকতের বিভিন্ন এভিনিউ সমূহের মধ্যে অনন্য যোগসূত্র স্থাপন করেছেন । বিশেষত গারাংগিয়া -বায়তুশ শরফ - চুনতি ও জৈনপুরী দরবারের সকলের অভীষ্ট লক্ষ্য এক ও অভিন্ন তা বিশ্লেষণ করেছেন। তাহরিখে খতমে নবুয়তের অন্যতম সিপাহসালার ডঃ আব্বাসী সময়ের শ্রেষ্ঠ সাহসী যোদ্ধা । তিনি বর্তমানে বিভিন্ন মাধ্যমে ইসলামিক জ্ঞান চর্চায় ও প্রসারে অনস্বীকার্য অবদান রেখে চলেছেন ।
প্রত্যেক সচেতন ও দায়িত্বশীল চুনতি বাসীর জীবনে বছরের ছয়টি দিন বিশেষ প্রণিধানযোগ্য । পবিত্র ঈদুল ফিতর, পবিত্র ঈদুল আযহা , পবিত্র মাহফিলে সীরতুন্নবী (সাঃ), পবিত্র মেরাজুন্নবী সঃ মাহফিল, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার বার্ষিক সভা ও তরীকতে মুজাদ্দেদীয়া চুনতির বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল । এই ছয়টি মহতী উৎসব তাঁদের বাৎসরিক ক্যালেন্ডার সন্নিবেশন করে রাখেন , অন্তত চুনতিতে শারীরিক মানসিক ও পারিবারিক মিলন মেলায় সংযুক্ত হতে পারার জন্য । আমাদের চুনতি শিক্ষিত , মার্জিত ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে বরাবরই ঐক্যবদ্ধ । রাজনৈতিক মতপার্থক্য কখনোই পারিবারিক ঐতিহ্য , ধর্মীয় অভ্যাস ও আচার-আচরণে পরস্পর সহনশীল থাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। এ কারণেই আমাদের সকলের মধ্যে রয়েছে সর্বজনীন ও পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা - এই সুখ আনন্দ একমাত্র চুনতি বাসীরাই অনুধাবন করতে পারেন ।
আলহাজ্ব মাওলানা ওবাইদুর রহমান আবেদ (রাহঃ) ছাত্রজীবন থেকে মৃত্যু অবধি জাতি ধর্ম নির্বিশেষে সকলের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বজায় রেখে চলার অনন্য অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন । কর্মক্ষেত্রে উনার সহকর্মীদের মধ্যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ , খ্রিস্টান সহ সকল ধর্মাবলম্বীদের সম্মান ও সমান মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকতেন । তাঁর পরামর্শ ঈদে মীলাদুন্নবী দঃ উপলক্ষে জশনে জূলুস, পীর আউলিয়াদের কবর জিয়ারত কিংবা অন্য কোনো বিষয় বেফাঁস মন্তব্য না করা । ১৯৮৪ সালে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এর উদ্যোগে জাতীয়ভাবে একটি সেমিনার আয়োজন করা হয় "শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা" যেখানে হাজারো লোকের উপস্থিতিতে আমার পিতা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকল সম্প্রদায়ের অংশগ্রহণমূলক অনুষ্ঠানে সুচিন্তিত প্রবন্ধ উপস্থাপন করেন । পরবর্তীতে উনার সেমিনার হতে প্রাপ্ত আর্টিকেল গুলো পড়ে জানতে পেরেছিলাম সকল ধর্মের অভিন্ন মত- মানব জাতির কল্যাণ ও পরকালীন মুক্তি । আমাদের বিশ্বাস চুনতির মানুষদের জাতি ধর্ম নির্বিশেষে সার্বজনীনতা যেমনি রয়েছে তেমনি বিশেষ আভিজাত্যের ছোঁয়া লেগেছে । সকল আয়োজনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রেরণা চুনতি ডটকম ( www.chunati.com )
তরিকত মাহফিল চট্টগ্রাম শহরের প্রস্তুতি সভা ১৪ ফেব্রু রাত আটটায় চন্দনপুরা অগ্রণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত করেন শাহেদুর রহমান। আলহাজ্ব মুহাম্মদ ইসমাঈল মানিক এর সভাপতিত্বে এতে উন্মুক্ত আলোচনা ও শুভানুধ্যায়ীদের সাথে ফোনালাপ সূত্রপাত করেন অবসরপ্রাপ্ত সচিব আলহাজ্ব এডিএম আবদুল বাসেত দুলাল। উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ রহিম, মাওলানা অলিউদ্দিন মোহাম্মদ, মাহবুবুর রহমান সেলিম, আলহাজ্ব মোহাম্মদ নাঈম নিমু, আলহাজ্ব কাজী আরিফুল ইসলাম, যাহেদুর রহমান, জাবেদ আব্বাস ছিদ্দিকী, কাজি আব্দুল ওয়াহেদ সোহেল, আলহাজ্ব আশেকুর রহমান, আব্দুর রহিম রাসেল প্রমুখ। প্রস্তুতি সভায় সার্বিক আপ্যায়ন করেন চুনতি তরিকত এর মহিলা শাখা খাতুন রওনক আফজা রুনা।
সভা শেষে মরহুম হাতেম খান এর সহধর্মিণী আলহাজ্বা শাহেদা বেগম সহ চুনতির প্রবীণ মুরব্বিদের সুস্থতা, মাহফিল এর সকল শুভানুধ্যায়ী এবং এসএসসি/সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া পরিচালনা করেন খলিফা মুযায আলহাজ্ব মাওলানা জাফর সাদেক মিয়াজী । এই মাহফিলের অন্যতম পৃষ্ঠপোষক নোমান গ্রুপের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নুরুল ইসলাম অনবদ্য ভূমিকা রাখছেন । এছাড়া যারা ব্যক্তিগত পর্যায়ে অনুদান প্রদান করতে ইচ্ছুক তাঁদেরকে আলহাজ্ব মোঃ রহিম (০১৭১১-৩১২০০৪ বিকাশ) ও আলহাজ্ব মোহাম্মদ মকসুদুল্লাহ (০১৮১৯ ৩৯০২০৭ বিকাশ) এর সাথে যোগাযোগ করার জন্য মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে ।
Make sure you enter the(*)required information