পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চুনতি ডট কম ইসলামী সংগীতের আসরের ২য় পর্ব ২৯ই মার্চ শুক্রবার দুপুর ৩:০০ টায় অনুষ্ঠিত হয়। স্ট্রিম ইয়ার্ড অনলাইন প্লাটফর্মের এটি ফেসবুক ও ইউটিউবের সরাসরি সম্প্রচারিত হয়।
যাহেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাবেক অতিরিক্ত সচিব এ ডি এম আব্দুল বাসেত। অধিবেশন সভাপতি ছিলেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী এবং বিশেষ অতিথি ছিলেন সীরতুন্নবী (সঃ) মতোওয়াল্লী ও প্রধান সমন্বয়ক উপকমিটি এর সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক মোহাম্মদ ইবনে দিনার নাজাত। আরও উপস্থিত ছিলেন চুনতি ডট কম ইসলামী সংগীতের আসরের আহবায়ক ছাইফুল হুদা ছিদ্দিকী। অনুষ্ঠানে অতিথিরা তাদের সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন আবু দাউদ মু.শাহ শরীফ,মুহাম্মদ মাবরুর হোসাইন সিদ্দিকী,এস এম জামী,তাকরিম খান সিদ্দিকী,কফিল উদ্দীন মাহমুদ,আবু সাঈদ মুহাম্মদ আকিল,মোহাম্মদ সৃজন সাকিব,মোহাম্মদ তামজীদুর রহমান, উসাইদুর রহমান
চুনতি ডট কমের আয়োজনে ইসলামী সংগীতের আসরের পরিকল্পনায় ছিলেন কাজী লতিফুল ইসলাম ও কাজী শরিফুল ইসলাম। কারিগরি সহযোগিতায় ছিল PageX Technologies
Make sure you enter the(*)required information