মুজাদ্দেদিয়া তরিকার প্রাণ পুরুষ, সিলসিলায়ে আজম গড়ীর উজ্জল নক্ষত্র, তাজুল ওলামা, পীরে কামেল শাহছুফি মাওলানা নজীর আহমদ (রাঃ) ও তদিয় সুযোগ্য পুত্র আরকানি হযরতের নয়নমণি, শামসুল ওলামা, পীরে কামেল শাহছুফি মাওলানা হাবীব আহমদ (রাঃ) এর বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল উপলক্ষে আজ ২৩-১১-২০১৭ ইং রোজ বৃহস্পতিবার ফজরের নামাযের পর খতমে কোরআন এবং খতমে বুখারীর মাধ্যমে প্রথম অধিবেশন শুরু হয়। এবং জোহরের নামাজের পরে মিলাদ, কিয়াম এবং উক্ত খতমে কোরআন এবং খতমে বুখারীর মুনাজাতের মাধ্যমে মাহফিলের প্রথম অধিবেশন শেষ হয়। মুনাজাত পরিচালনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী সাহেব। পরে আসরের নামাজের পর চুনতী ফাতেমা বতুল মহিলা ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা হেলাল উদ্দীন মুসার সঞ্চালনায় এবং মাওলানা হাফিজুল হক নিজামীর সভাপতিত্বে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আসরের নামাযের পর থেকে রাত দশটা পর্যন্ত মাহফিলে কোরআন -হাদিস, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াদি এবং শাহছুফি মাওলানা নজীর আহমদ (রাঃ) এবং শাহছুফি মাওলানা হাবীব আহমদ (রাঃ) এর জীবনী ও তরিক্বত নিয়ে আলোচনা হয়। মাহফিলে আলোচনা করেছেন চুনতী মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা শাহ আলম সাহেব এবং মাওলানা হেলাল উদ্দীন মুসা। সব শেষে উক্ত মাহফিলে সভাপতি এবং চুনতী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী সাহেবের সমাপনী বক্তব্য এবং বিশ্ব মুসলমান, দেশবাসী, চুনতীর প্রত্যেক মানুষের জন্য এবং শাহছুফি মাওলানা নজীর আহমদ (রাঃ) এর পরিবারের জন্য দোয়া কামনা করে আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হয়।
Make sure you enter the(*)required information