উৎসবমুখর পরিবেশে দেশের সেরা রানারদের অংশগ্রহণে চুনতি ডট কম ম্যারাথন ২০২৪ গত ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। বাংলাদেশের গ্ৰাম ভিত্তিক প্রথম ওয়েবসাইট চুনতি ডটকম এর ব্যবস্থাপনায় ৩য় বারের মতো অনুষ্ঠিত হল এই ম্যারাথন। সকাল ৭ টায় চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি গ্ৰামের নৈস্বর্গিক সৌন্দর্য পরিবেষ্টিত ইসহাক মিয়া সড়কে ২৫ জেলার প্রায় ৬৩০ প্রতিযোগীর অংশগ্রহনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা । এবারের আয়োজনে ৫ ও ১০ কিলোমিটার পাশাপাশি ছিল হাফ ম্যারাথন (২১.১ কিমি সংযোজন । ম্যারাথনে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের আকর্ষণীয় প্রাইজমানি, ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়। ম্যারাথন ২০২৪ এর মুল ইভেন্ট ২১.১ কিমি : ( জেনারেল ) এ ১ ঘন্টা ২১ মিনিট ৩২ সেকেন্ট সময় নিয়ে ১ম হয়েছেন মোঃ ইমরান হাসান ।
**২১.১ কিমি : ( জেনারেল )
১ম. মোঃ ইমরান হাসান - সময় ১:২১:৩২
২য়. মোহাম্মদ সুজন - সময় ১:২৫:১৩
৩য়. মোঃ মঈনুল ইসলাম - সময় ১:২৬:১৩
৪র্থ. আবদুল্লাহ আল নোমান - সময় ১:৩২:৫৮
*২১ কিমি : ( ৫০ উর্ধ্ব )
১ম. গৌর পদ সাহা - সময় ১:৪৭:৩৮
২য়. নেপাল চন্দ্র ভৌমিক - সময় ১:৫৯:৫০
*১০ কিমি: ( জেনারেল )
১ম. আশরাফুল আলম - সময় ০০:৩৬:৪৯
২য়. মঈনুল আহমেদ : সময় ০০:৩৮:২১
৩য়. মোঃ জাকির হোসেন - সময় ০০:৪১:৪১
৪র্থ. মোহাম্মদ রানা - সময় ০০:৪১:৪৩
৫ম. মোহাম্মদ সাজ্জাদ হোসাইন - সময় ০০:৪১:৫৫
৬ষ্ঠ. মো মাঈন উদ্দিন - সময় ০০:৪২:১৫
*১০ কিমি: ( ৫০ উর্ধ্ব )
১ম. আমিনুল রহমান - সময় ০০:৪২:৪৭
২য়. মো তোফাজ্জল হোসাইন - সময় ০০:৫২:১১
*৫ কিমি: ( অনুর্ধ্ব -১৫)
১ম. মাহফুজুর রহমান - সময় ০০:১৯:২২
২য়. আসাদুর রহমান মাহাসিন- সময় ০০:২০:০৫
৩য়. শাহজাহান সাবিত - সময় ০০:২১:১০
চুনতি ডটকম সদস্য সচিব যাহেদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ সুলতান হাফিজ রহমান, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান এফসিএ এফসিএমএ, কনফিডেন্স সল্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সাদিউল ইসলাম মুরাদ এফসিএ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট ফরিদ উদ্দিন খান, বিশ্ব ব্যাংক লিড গভর্নেন্স স্পেশালিস্ট সূরাইয়া জান্নাত লাভলী এফসিএ, ডিএমপির ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান , লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাসান , লোহাগাড়া উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান, প্রফেসর ডাঃ এজেএম সাদেক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুনতি ডট কম ম্যারাথন ২০২৪ সালের আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাঃ মাহমুদুর রহমান,সিনিয়র মেরিন ক্যাপ্টেন শামশাদ আহমেদ খান, ডাঃ সাইফুল্লাহ খান, আসিফা আবেদিন জিনা, সাজি ইসলাম, প্রফেসর হামিদুল হোসেন ছিদ্দিকী, বাবর হোসাইন ছিদ্দিকী, অধ্যাপক সাদাত জামান খান মারুফ, মুছা রেজা সিদ্দিকী, নিজাম উদ্দিন খান ফিলিপ, অধ্যক্ষ দ্বীন মোহাম্মদ মানিক, শাহজাদা আবুল কালাম আজাদ, ছৈয়দ উদ্দিন ছিদ্দিকী, এডভোকেট মিনহাজুল আবরার, আসাদুল্লাহ ইসলামাবাদি। সমগ্র আয়োজন সার্বিক তত্ত্বাবধান করেন কাজি লতিফুল ইসলাম ও কাজি শরীফুল ইসলাম। বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা দৌড় চলাকালে পতাকা উড়িয়ে প্রতিযোগীদের অভিনন্দন জানান। ভোরে ম্যারাথন শুরুর পূর্বে উপস্থিত অতিথিবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে মেডেল ও প্রাইজমানি বিতরণ করেন।
Make sure you enter the(*)required information