ইলমে তাসাউফের উজ্জ্বল নক্ষত্র আলহাজ্ব শাহ মাওলানা হাবিব আহমদ (রহ.) পীর সাহেব কেবলা, চুনতী কর্তৃক প্রবর্তিত হযরত ইমামে রাব্বানী মুজাদ্দিদে আলফেসানী (রহ.) এবং অপারাপর আউলিয়ায়ে তরিকতের শিক্ষা ও জীবনাদর্শ আলোচনা উপলক্ষে তরীকতপন্থী ভাইদের ৪২ তম বার্ষিক তরীকত সম্মেলন ২০২৫ খ্রিষ্টাব্দ আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, মসজিদে বায়তুল্লাহতে অনুষ্ঠিত হবে।
তরীকতপন্থী সকল ভাইদের উক্ত সম্মেলনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
Make sure you enter the(*)required information