চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে খান ফাউন্ডেশন এর উদ্যোগে দিনব্যাপী এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ৮ম বারের মতো অনুষ্ঠিত এই চক্ষু শিবিরে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দ। দূরদূরান্তের প্রায় ১৩শ রোগীকে এদিন সেবা প্রদান করা হয়। ২২শে ফেব্রুয়ারি, শনিবার সকাল ৮টা থেকে চুনতির ঐতিহাসিক সীরত কার্যালয়ে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। খান ফাউন্ডেশন এর সভাপতি আসাদ খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চক্ষু শিবির এর শুভ উদ্বোধন ঘোষণা করেন খান ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান জনাব মাসুদ খান এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খান ফাউন্ডেশনের সহ-সভাপতি সুরাইয়া জান্নাত। এতে আরো উপস্থিত ছিলেন চুনতীর বিভিন্ন ক্লাব প্রতিনিধিগণ।
খান ফাউন্ডেশনের পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি ওষুধ ও চশমা প্রদান করা হয়। এদের মধ্য থেকে অস্ত্রোপচারের জন্য ১৫ জনকে নির্বাচিত করা হয়, যাঁদেরকে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে পর্যায়ক্রমে উন্নত চিকিৎসা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
চুনতি দীপিত পরিবারের পরিচালনায় এবং স্থানীয় সকল বয়স ভিত্তিক ক্লাব ও সীরত কতৃপক্ষের সার্বিক সহযোগিতায় পরিচালিত এই চক্ষু শিবিরে খান ফাউন্ডেশনের সাথে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে লায়ন্স ক্লাব অফ চিটাগাং পারিজাত এলিট এই মানবিক সেবা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
সুত্রঃ আবদুল হালিম ফেসবুক পোস্ট
Make sure you enter the(*)required information