আজ ০২/০২/১৮ শুক্রবার সকাল ১০ টায় বিদ্যালয়ের নবনির্মিত ভবন শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অবসর প্রাপ্ত যুগ্ম সচিব এডিএম আব্দুল বাসেত। প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী ফলক উন্মোচন করেন মহিয়সী নারী মরহুমা মেহেরুন্নেছার বড় ছেলে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ ইসমাইল মানিক। মোনাজাত পরিচালনা করেন মৌলানা মমতাজুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন বিশেষ অতিথি চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুনতি মহিলা ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ আমিন আহমদ খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাশ। প্রধান বক্তা তার বক্তব্যে শিক্ষকের পদ সৃষ্টি করতে উপর মহলে তদবির করা সাইনবোর্ড স্থাপন এবং শতভাগ জিপিএ ৫.০০ পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদ উদ্দিন খান, অধ্যক্ষ দ্বীন মোহাম্মদ মানিক, মকছুদ উল্লাহ, মৌঃ মাহফুজুল মন্নান, উবাইদুল মান্নান রোকন, আবুহেনা টুটুল, মোহাম্মদ নাঈম নিমু, কাজী আরিফুল ইসলাম, নাছিমা বেগম শব্বু, এলাকার বিভিন্ন ক্লাব প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চুনতির তরুণ সমাজ সেবক জাহেদ রহমান।
Make sure you enter the(*)required information