বাংলাদেশের সর্বপ্রথম গ্রাম ভিত্তিক ওয়েবসাইট www.chunati.com এর আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান আজ ২ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক জনাব ইসমাইল মানিকের সভাপতিত্বে, বিশিষ্টজনদের সরব উপস্থিতিতে ঐতিহ্যবাহী চুনতী হাকিমিয়া কামিল মাদরাসা মাঠে ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষাসামগ্রি তুলে দেওয়া হয়।
এ বছর মোট ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক স্তরের ৩০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রি বিতরন করা হয়েছে।
গতবছরও প্রায় ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরন করেছিল চুনতী ডটকম। শিক্ষাসামগ্রি বিতরনকালে চুনতীর হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে সবসময় পাশে থাকার কথা ব্যক্ত করেন বক্তাবৃন্দ।
জনাব জাহেদ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদ উদ্দীন খান, সাবেক যুগ্ম সচিব এডিএম আবদুল বাসেত দুলাল, কাজী আরিফুল ইসলাম, সাজ্জ্বাদ খান, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যাপক হামিদ হোসাইন সিদ্দিকী প্রমুখ।
Make sure you enter the(*)required information