চুনতিবাসী (www.chunati.com) ও শুভানুধ্যায়ীদের অনন্য উদ্যোগ স্থানীয় ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ আজ ২৮ ফেব্রুয়ারি ২০২০ চুনতি সীরত ময়দান সংলগ্ন অফিসে অনুষ্ঠিত হয়।
কোরআন তেলাওয়াত ও সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। ইসমাইল মানিকের সভাপতিত্বে ও যাহেদ রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কাজী আরিফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সচিব এডিএম আব্দুল বাসেত দুলাল,জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল ফাতেমা বতুল মাদ্রাসার প্রিন্সিপাল, মোহাম্মদ আব্দুল্লাহ, শাহজাদা আব্দুল মালেক মু. ইবনে দিনার নাজাত, জয়নুল আবেদীন চেয়ারম্যান,ওয়াহিদুল হক, মকসুদ উল্লাহ, অলিউদ্দিন মোহাম্মদ , ফরিদ উদ্দিন সিদ্দিকী ,সাদুর রহমান,সামীর উদ্দিন, মোঃ ইব্রাহীম ,কাজী সোহেল প্রমূখ। উপস্থিত ছিলেন রোটারিয়ান সাইফুল হুদা সিদ্দিকী, মাহমুদুর রহমান সিদ্দিকী তোয়াফ, শাহাদাত খান সিদ্দিকী, জাবেদ আব্বাস,রাজিন সিদ্দিকী, ফরহাদ আব্বাস সিদ্দিকী নাঈমুল হক। চুনতি সমিতি ঢ়াকার প্রতিনিধি রবিউল হাছান আশিক। ধন্যবাদ জ্ঞাপন করেন মোহাম্মদ নাঈম।
চুনতির বিভিন্ন ক্লাবের প্রতিনিধিবৃন্দ এর স্বেচ্ছাসেবক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রত্যাশা এই সোহার্দ্য সমাবেশ অব্যাহত থাকুক।