প্রকৃতির ক্যানভাসে নৈর্ব্যক্তিক দৃশ্যাবলী তাতে নারীর অস্তিত্ব নেই অথচ নারী থাকার কথা একই সমান্তরালে সমার্থক বৃত্তের মধ্যে প্রকৃতি ও নারীর দ্বৈত আবাহন সব্যসাচী তো আমি নই জীবনের নিরর্থক দ্বন্দ্বের ঘূর্ণিপাকে ক্লান্ত আমি সাড়া দিতে অক্ষম হারমাসিসের আত্মকথনে বিসুভিয়াস ক্লিওপেট্রা অবচেতনে বিধ্বস্ত ট্রয় নারী তুমি সমসময় বনলতা সেন তো নও। ভয়াবহ আকাশ উত্তুঙ্গ প্লাবনোম্মুখ নদী অরন্যানীর প্রেক্ষাপটে বিষুক্ত হিংস্রতা প্রকৃতি তুমি সার্বক্ষনিক সর্বেশ্বরবাদী চিন্তাধারায় বাহক তো নও। যান্ত্রিক সভ্যতার অন্তঃসারশূণ্য অভিঘাত মূল্যবোধ বিধ্বংসী আনবিক অনিশ্চয়তা মরুদ্যানের প্রতিভু প্রকৃতি না নারী ! অবচেতনে প্রকৃতি ও নারীর যুথবদ্ধরূপ। প্রকৃতি তুমি না নারী তুমি! একে অপরের অন্তর্লীন।
Make sure you enter the(*)required information