আকাশ মেঘে ঢাকে - কখনো রোদ মাখে কখনো জল আর কখনো ঝোড়ো হাওয়া - আকাশ , ভালো আছো ? বর্ষা বলে- যত বৃষ্টি ঝরে যায় সবই সাবলীল - সহজ ঝরে যাওয়া ' প্রশ্ন নেই কারো - কেন এ বরষণ ঃ এমনই হবে সব একথা জানে মন। আকাশ , জানো তুমি ? নিরবে কোটি মন নিরব বরষণে ভেজায় মনোভূমি - বর্ষা স্বাভাবিক, তবু কোথায় যেন কিছুই নেই ঠিক । আকাশ , তুমিই তো দিনের আলো আর রাতের কালো দিয়ে কোটি বছর ধরে দেখছো পৃথিবীকে । বলতে পারো তুমি - কোটি কোটি হৃদয় এমন ভিজে গিয়ে কি করে ভাবছে - জ্বালাবে চুল্লী টা - যে দেবে আলো আর যে দেবে উত্তাপ - পোড়াবে যে - যত জ্বালানী অভিশাপ ! আমরা ভিজে ভিজে বাঁশ পাতার মতো পথের মাটিতেই আধেক মাথা তুলে আধেক ডুবে গিয়ে - পথের কাদা বুকে কি করে টিকে আছি ! মাড়িয়ে যায় যত পথের লোক সব । তাদের জুতাগুলি , অথবা খালি পা- কখনো এতটুকু ক্ষোভ জাগায় না ! কেন জাগায় না? কেন জাগায় না !! কেন যোগায় না শক্তি এতটুকু ? কোন অপমানই কেন পোড়ায় না - পথের কাদা মাখা যত ঝরাপাতা কোটি কোটি হৃদয় ? তোমাকে চুপি চুপি বলি কানে কানে বর্ষা চিরদিন থাকবে না - এইই নিয়ম পৃথিবীতে । ফুরাবে এই দিন এমন অক্ষম , এমন গতিহীন। আসছে ধীরে ধীরে বর্ষা জল - মেঘের ছদ্মবেশ নিয়ে আসছে দাবানল ! এমন অসময়ে যত ঝরাপাতায় ছেয়েছে বনতল-। যখন খর রোদে সূর্য বুকে পাবে তেমন কোন দিনে উঠবে জ্বলে সব- উঠবে জ্বলে ঠিকই ! যখন আসে সময় তখন সবই হয়। আসুক মউসুম !! -------------------- মে, ২০১৩
Make sure you enter the(*)required information