অদ্ভুত ভাড়াটিয়া!- ২য় পর্ব। |||||||||||||||||||||||| ঃ ভাল । ( আমি বললাম) ঃস্যার, আপনার বাড়ির সামনের বাগানটা বেশ সুন্দর তেমনি নান্দনিক গেট আর লাগোয়া ওয়েটিং বেঞ্চ । ঃআমার নয় মামার বাড়ী, উনি আমেরিকা প্রবাসী । ঃঐ একইকথা, মামার বাড়ি আর নিজের ঘর তফাৎ কিসে? কাষ্টমস, সিমেন্সক্রসিং, মাইলের মাথা পেরিয়ে সিইপিজেড মোডের সামনে গাড়ি থেকে নেমে যাবার আগে বামনের দিকে সরাসরি তাকাতেই দেখলাম বিনয়ের গলে যাচ্ছে ছোট! ঃধন্যবাদ জনাব, সংগ দেবার জন্য কৃতজ্ঞতা । ঃ ধন্যবাদতো, আপনাকে দেয়া উচিৎ! আচ্ছা, রাতে আসছেন তো? ঃঅবশ্যই, জনাব । ঃখোদা হাফেজ । ঃখোদা হাফেজ । . গাড়ি সবে আবার গিয়ার নিয়েছে, আস্তে আস্তে সামনে এগুচ্ছে ঠিক তখনি মনে পড়লো গাড়ির পিছনের সেই রুপসীর কথা। ছি! ছি!! এটা কি হলো! ভীষণ অভদ্রের মতো কাজ করলাম । কিন্তু কাকে ধন্যবাদ জানাতাম! উনি তো দেখছি পাশের কুশনের উপর কাত হয়ে আছেন! নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছেন, -____________________________________ সন্ধ্যা রাতে বাসায় ফিরে দেখি নীচতলার বামপাশের দক্ষিণের ফ্ল্যাটের দরজায় চকচকে এক নেমপ্লেট! বশির বৌদ্ধ'। পরামর্শক - সমৃদ্ধ জীবন । স্বপ্ন অর্থ বিশ্লেষক । কামরূপ কামাখ্যার অব্যর্থ মন্ত্রে সর্ব সাধন । বিনা হাদিয়ায় ইফ্রিদ জীন তলবে সমস্যার দ্রুত সমাধান। তারমানে, ছোট মিয়া বাসায় উঠেছে । কিন্তু এসব তন্ত্রবাজির ব্যবসাতো এই বাড়িতে করতে দেয়া যাবেনা। মামা এম্নিতেই আমার উপর কম ভরসা করেন, তার উপর উনার বাড়িতে এমন একজন ভাড়াটিয়া তুলেছি শুনলে প্রথমেই আমার বারোটা বাজিয়ে ছাড়বেন । স্রেফ ঘর ছাড়া করবেন আমায় । এখন উপায়? আগে নিজের পিঠ পরে না হয় লজ্জা সংকোচ । কলিং বেলে সবে আংগুলের চাপ দিয়েছি তখনি দরজা খুলে গেলো । নীচতলার বামপাশে নিরিবিলি দক্ষিণের ফ্ল্যাট! আমার সামনে স্বয়ং বশির বৌদ্ধ! ঃ আরে,স্যার, আসেন, ভিতরে আসেন । ঃ এখন আর ভিতরে যাবো না, এখানে দাঁড়িয়েই না হয় কথাটা সেরে নেই? ঃ জরুরী কিছু নিশ্চয়ই? ঃ কিছু মনে নেবেন না, আপনার প্রকৃতপেশা কি? সাথে কি সেই ফুফু'কে এনেছেন নাকি একাই উঠেছেন? ঃ স্যার,আমি একজন অতি সামান্য মানুষ, আর সেভাবে নিদিষ্ট কিছু করিনা যদি ও দিন চলে যায় টুকটাক এটা সেটা করে ।বলতে পারেন ভ্রাম্যমাণ একজন মানুষ, কখনো ফেরি কখনো বা ম্যাজিক দেখিয়ে পেট চালাই । ঃ এটা কেমন কথা! তাহলে নিয়মিত বাসা ভাড়া দেবেন কিভাবে? আর নিজেই বা এমন অনিশ্চয়তায় কিভাবে যাচ্ছেন ? ঃ স্যার,আপনি দেখছি অতি সহজ সরল ভদ্রলোক! আরে, স্যার, এখন এভাবেই অনেকে বহাল তবিয়ৎে দিন পার করেছেন আবার ক'জনতো শীর্ষধনীর লিষ্টে নামও তুলেছেন । এই লাইনে যে যতো মেধার বিকাশ ঘটাতে পারে তিনি ততো উপরে উঠেন। মনে রাখবেন স্যার, প্রতিনিয়ত আমরা সবাই কম বেশী অভিনয় করে চলেছি আর যিনি যতো বড় দক্ষ শিল্পী তিনিই ততো সফল হন- জীবনে ভং'টা হলো প্রধানমন্ত্র, আপনি ভাব ধরেন, দেখবেন সবাই আপনার পিছনে এসে লাইন দিয়ে দাঁড়াবে আর আপনি হবেন উপদেষ্টা,সেরা পরামর্শক। ঃ তাই বলে লোক ঠকানো? ঃ আসলে মানুষের জীবনে সবটাই ফাঁকি আর যা কিছু স্বপ্নপ্রচেষ্টা তা না থাকলে মানব নামের এই চালাকপ্রাণীরা বহু আগেই নিজেদের শেয করে ফেলতো, ধুঁকে ধুঁকে মরার চেয়ে আত্মহননকে শ্রেয় বলেই মেনে নিতো । ঃ কিন্তু স্বপ্ন ভংগের কষ্টের কি যে যাতনা, তা কি আপনি বুঝেন? প্রতারিত মানুষের ভিতরে একটা অবিশ্বাস এসে বাসা বাঁধে, মানবিকতা পুড়ে ছাই হয় নরকের অনলে । ঃসরি স্যার, আমি তর্কে যেতে চাইনে, আপনি চাইলে আমি কালই অন্যত্র চলে যেতে পারি, অথবা তুলে নিতে পারি এই নামফলক, প্র্যাকটিস না হয় আলাদা অফিসেই করলাম । কি বলেন ? ঃ তবু এ ঠগকারবার ছাড়ছেন না? ঃ স্যার,সেটা নির্ভর করছে দৃষ্টিভঙ্গির উপর । ঃ ঠিক আছে আপনি তন্ত্রমন্ত্র অন্য অফিসে করলে আমার কোনো আপত্তি নেই এখানে আপনি নিশ্চিতে থাকতে পারেন । ঃ ধন্যবাদ, স্যার । ___________________________________ সেদিন অফিস ফিরতে পথে এক কলিগের ছেলের জন্মদিন উৎসবে যাচ্ছি, সিইপিজেড মাইলের মাথা হয়ে ঈশানমিস্ত্রিহাট পার হচ্ছি তখনি ঝলমলে সাইনবোর্ডটা চোখে পড়লো । বশির বৌদ্ধ'। পরামর্শক- বিনা হাদিয়ায় ইফ্রিদ জ্বীন তলবে সমস্যার দ্রুত সমাধান। সেল নং -০১৮১৯- প্রচন্ড কৌতুহল বশতঃ ড্রাইভারকে বললাম এখানে আমার একটা কাজ আছে, সামনে গিয়ে একটু অপেক্ষা করেন, আমি কিছুক্ষনের মধ্যে আসছি । নিচতলার অফিসঘরটা বেশ সাজানো-গোছানো আর বেলীফুলের গন্ধে মৌ মৌ করছে তার চেয়ে বেশি রিসেপশনে একজন অপূর্ব সুন্দরী রমণী! চকচকে বেঞ্চে বেশ ক'জন সাক্ষাৎপ্রাথী যার অধিকাংশই মাঝবয়সিনী তবে একজন তরুণীকে ও দেখা যাচ্ছে, তিনি পুরো ঘর পায়চারি করছেন । ডানহাতের মুঠোতে স্মার্টফোন, কিছুক্ষন পর পর কাকে যেন কল দিয়ে বারবার বিরক্ত হচ্ছেন। ঃ শুভ সন্ধ্যা, স্যার, আপনাকে কিভাবে সহায়তা করতে পারি? ঃ আমি বশির সাহেবের সাথে দেখা করতে চাই । ঃ এন্টিফিস ১৫০ টাকা আর সমস্যাটা কোন ধরনের তা ঐ ফর্মে লিখেন প্লিজ। ঃ আমি উনার হিলভিউ আবাসিকের বাড়িওয়ালা, ব্যক্তিগত দরকারে দেখা করতে এসেছি । পরমূহুর্তেই দেখলাম আমার সামনে দাঁড়িয়ে স্বয়ং তিনি- বশির বৌদ্ধ! ঃস্যার, ভিতরে আসেন । ভিতরে যেতেই মনে হলো আমি যেন সত্যি সত্যি এক মায়ার জগতে প্রবেশ করেছি । চারপাশে বড় বড় ফুলের টব, বাড়ন্ত সবচারা! শোকেজ ভর্তি জ্যোতিষ বিদ্যার বই, ঘরের এককোনায় বেতের পার্টিশন আড়াল করে রাখা বিশাল এক মেহগনি টেবলের উপর ম্যাগনিফাইংগ্লাস, হস্তরেখার পেন্সিলস্কেচ, রেডিয়াস আলনা হাড়,পাশেই নগ্ন এক ছোরা হাতলে বিচিত্র হিবিজিবি সব আঁক! পিছনের দেয়ালে ফ্রেমে বাঁধানো সব প্রশংসাপত্র, ছবিতে মাঝখানে গণকসম্রাট বশির বৌদ্ধ,ডান বামে বড়জনরা! ঃ স্যার, সেদিন আপনি বলেছিলেন আমার সাবজেক্টটাই পুরোপুরি লোকঠকানো, আসলে স্যার, তা নয়, এর বৈজ্ঞানিক ভিত্তিও আছে। জীবনরেখা, মস্তিষ্করেখা, হৃদয়রেখা,ভাগ্যরেখা নির্ণয় করে আপনার সমস্যা সম্পর্কে আপনি অবগত হতে পারবেন। তারপর একজন পামিস্ট আপনাকে পথ দেখতে পারেন। ঃ আপনি ভাগ্য ফেরাবার কে? ঃ স্যার, একজন এস্ট্রলজার আপনাকে কিছু বিষয়ে সুপরামর্শ দিতে পারেন মাত্র । আপনার ভাগ্য পরিবর্তনও ভাগ্যোন্নয়ণে আপনাকে প্রথম পদক্ষেপ নিতে হবে, দক্ষতা ও সততার সাথে যখন আপনি কর্মে নিয়োজিত থাকবেন সাফল্য অর্জন তখন আপনার জন্যে সহজ হয়ে যাবে। যাদের কর্মের হাত, তারা অন্যদের চেয়ে সহজে সাফল্য পান । আসলে স্যার,পরিকল্পিত কর্মই হচ্ছে উন্নয়নের সঠিক পথ। চলবে......
Make sure you enter the(*)required information