চারিদিকে হৈ,চৈ,মিডিয়ায় ধন্যচুনতির গৌরব এ’অভয়ারন্য।শুমারিয়া দেখি যবে অরন্যের ভিতর,হাতে গোনা বৃক্ষ, নাই সরোবর।আছে লতা ঝোপঝাড়, নাই কোন বন্য,লাকড়ী যে প্রতিদিন ব্যবসার পণ্য।হাতি নাই যতটা, ইট ভাটা ততটা,নাকের ডগায় বাজে বনটির বারটা।‘টু পাইস আর্ন’ হয় বনজের জন্য,কার আগে নেবে কে গ্রাহকেরা হন্য।মৃগায় আর আছে যারা কৃষি জমি আবাদে,কেউ কিছু বলে না, প্রভাবের সুবাদে।পুরুষ্কারও জিতে কেউ হয়েছে বরেণ্য,খোঁজ নিলে বুঝা যায় ‘নাটক’ জঘন্য....।বিদেশীরা আসে হেথা, আসে যে প্রশিক্ষক,ভাবে ওরা, ‘রক্ষক! ইয়া বড়া ভক্ষক’।কি যে খাবে বন্যপ্রাণী, নেই কারো ভাবনা,ভাবে, “ ‘ওরা’ যদি খায়, আমরা যে পাবনা”।সবে চায় তেল দিতে নিজ নিজ চরকায়,পরিবেশ নিয়ে কে-বা অহেতুক তর্কায়?গাছপালা, পশু-পাখি- ভালবাসা পুণ্য,পরিবেশ নিয়ে ভাবে - এ প্রেমিক শূণ্য। সচেতন হও সবে-এইটাই করি আশানইলে যে হয়ে যাবে আসল ‘গোমর’ ফাঁস।সবাই যে দায়ী মোরা, একা দায়ী কেহ নয়।এ ‘জাতিকে জাগাইতে হলাম যে নির্ভয়।সবে মিলে ‘আহামরি’ এ’ অভয়ারন্যফলাফল যা-ই-হোক, আমরা যে ‘ধন্য’.....। ০৮ অক্টোবর ২০১৩ই চুনতি, চট্টগ্রাম।
Make sure you enter the(*)required information