অবিনশ্বর জয়নুল
এইচ এম ফজলুল কাদের
জয়নুল! জয়নুল!
চারিদিকে ফোটে ফুল।
তোমার ভালবাসা
দিয়েছে পথের দিশা
তুমি উজল করেছ গাঁ ।
চুনতীর ভালবাসা
জাগিয়ে দিল আশা,
ইতিহাসের পথ ধরে
সাজালে নূতন করে
দূর হল সব হতাশা ।
দো আঁশ মাটির সন্তান
স্মৃতি কত অফুরান
দিয়েছ উজাড় করে
মুক্তির পথ ধরে
সবই সুন্দর ফরসা।
তোমায় কী যায় ভোলা
স্মৃতির সে রঙিন ভেলা
হৃদয়ে হৃদয়ে অনুরাগে
ফাগুনের হাওয়া লাগে
অলক্ষ্যে দেবে পথের দিশা।
Make sure you enter the(*)required information