রিজ্ক এমন একটা বিষয় আপনার জন্য যা নির্ধারিত তার বাইরে ভোগ করতে পারবেননা।পৃথিবীতে বিচরনশীল সকল প্রাণীর জন্য মহান আল্লাহ যে রিজ্ক নির্দিষ্ট করেন তা আমরা কোন এক উসিলায় ভোগ করি। কোন পরিবারে কন্যাসন্তান থাকলে, কোন অসুস্থ রোগী থাকলে বা যারা কর্মক্ষম নয় তাদের উসিলায় আল্লাহ পরিবারের সবল ব্যক্তিকে রিজ্ক প্রদান করেন। তাই কেউ যখন অনেক বেশী টাকা পয়সা উপার্জন করে তখন তার মনে যেন এই ভাবনা না আসে সবটুকুই পরিশ্রমের ফল বা একান্ত নিজের ভোগের জন্য। পরম করুণাময়ের প্রতি সবসময় আমাদের কৃতজ্ঞতাপরায়ণ হওয়া উচিত কারণ আমাদের মাধ্যমেই অন্যদের রিজ্কের ব্যবস্থা করে দেন। নির্ধারিত রিজ্কের বাইরে গিয়ে যেখানে কিছুই ভোগ করার সূযোগ নেই সেখানে পরকালে বিশ্বাসী সকল মুমিনের উচিত সৎপথে স্বল্প উপার্জন করলেও সন্তুষ্ট থাকা। অন্যায়ভাবে গরীব ও অসহায়ের উপর জুলুমের মাধ্যমে হয়ত অনেক সম্পদ উপার্জন করা যায় তবে তা হয়ত শান্তির সাথে ভোগ করা যায়না। যে সম্পদে মানুষের অভিশাপের অশ্রু মিশে যায় তা দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে অপমানের কারণ হবে। অতি লোভের কারণে আমরা অনেক সময় বিবেকহীন হয়ে পড়ি, ভুলে যায় হালাল পন্থায় রিজ্কের ব্যবস্থার কথা। তখন মানুষের জীবনকে পুঁজি করে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে টাকা উপার্জন করি৷ ধরাকে সরাজ্ঞান করে অবৈধ পথে উপার্জিত এই অর্থ সম্পদ আমাদের দুনিয়ার লাঞ্চনা থেকেও বাঁচাতে পারেনা। মানুষ আমাদের ধিক্কার দেয়। বিশ্ব আজ এক কঠিন সময় অতিক্রম করছে। করোনা নামক মহামারী সবকিছুকে উলট পালট করে দিয়েছে। কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত ও পাঁচ লাখেরও বেশী নিহত হয়েছে। তবুও এই মহামারী আমাদের কাছে শিক্ষা হয়ে আসেনি। এরকম একটা দূঃসময়ে আমাদের দেশের মানুষরুপী কিছু অমানুষ এমন সব গর্হিত কাজ করছে যা সত্যিই পীড়াদায়ক, গুটিকয়েক অমানুষের বিব্রতকর কাজের কারণে জাতি হিসেবে বহির্বিশ্বে প্রিয় লাল সবুজের সম্মান ক্ষুন্ন হচ্ছে। একটা মানুষের মৃত্যু জীবিত মানুষের জন্য অনেক বড় শিক্ষা ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে আসে। যেমন একটা মানুষ মারা গেলে জীবিত মানুষ ভাবে একদিন আমাকেও মরতে হবে, তার জানাজায় গেলে ভাবে একদিন এভাবে আমারও জানাজা হবে, তাকে দাফন করার সময় ভাবে একদিন এভাবে আমাকেও দাফন করা হবে। বিশ্বব্যাপী লাখো মানুষের মৃত্যু ও প্রিয় স্বদেশে হারানো হাজারো নিকটাত্মীয়দের মৃত্যু অন্তত আমাদের বোধের দুয়ার খুলে দিক, আমরা মানবিক হতে শিখি, লোভ লালসা পরিহার করে সৎভাবে বাঁচতে শিখি। সময় হয়ত খুব বেশী বাকী নেই, জানিনা কখন কার ডাক আসে যাওয়ার, মালাকুল মউত যেকোন সময় হবে সওয়ার। সকলের সুন্দর জীবন কামনা করছি। করোনায় পরপারে চলে যাওয়া স্বজনদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি।
Make sure you enter the(*)required information