আমিন আহমদ খান। একটি নাম, একটি ইতিহাস। চুনতি ডেপুটি বাড়ির সুযোগ্য সন্তান,, একটি উজ্জ্বল নক্ষত্র। শুধু তাই নয়, চুনতি গ্রামের একটি বিখ্যাত নাম আমিন আহমদ খান (জুনুমিয়া)। সবাই তাঁকে জুনু মিয়া বলেই চিনে। গ্রামের মানুষের কাছে তিনি অত্যন্ত সম্মানিত, গুরুত্বপূর্ণ ও উচ্চ শিক্ষিত একজন মর্যাদাবান সাদা মনের মানুষ। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী এবং একজন সৎ ও পরিশ্রমী ব্যক্তি। তিনি কাজ কে অত্যন্ত ভালবাসেন এবং সময়কে গুরুত্ব দেন। সামাজিক ও প্রতিষ্ঠানিক কর্ম ব্যস্থতা তাঁর প্রতিদিনের অংশ। ১৯৮৯ সালে চুনতিতে WFP এর সহায়তায় ও ড. হাফিজ সাহেবের পৃষ্ঠপোষকতায় অধিকাংশ এলাকা বনায়নের কর্মসূচী বাস্তবায়নের জন্য " পথিকৃৎ"নামক বেসরকারী উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা করেন। লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী ও চকরিয়া প্রায় ৩ লক্ষ গাছের চারা রোপন করেন পথিকৃৎ। ১৯৯০ সালে চুনতি মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন আমিন আহমদ খান জুনু মিয়া। প্রতিষ্ঠা কালীন সময়ে ৬০ শতক জমি দান করেন তিনি। তাছাড়া চুনতি সীরাত মাহফিলেও ৫০ শতক জমি পৌত্রিক ভাবে দান করেন। তিনি দীর্ঘ দিন চুনতি কামিল মাদ্রাসা ও চুনতি মহিলা কলেজে প্রভাষক হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি ডেপুটি পাড়া সমাজ কল্যাণ পরিষদের "সমাজ প্রধান" হিসেবে ১৯৭৫ সাল থেকে এখন পষর্ন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ডেপুটি পাড়া জামে মসজিদের আজীবন সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছেন। আধুনগর গুল এ জার উচ্চ বিদ্যালয়েও দীর্ঘ দিন সভাপতির দায়িত্ব পালন করেছেন। চুনতি উচ্চ বিদ্যালয়েও ৬ বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন। ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী ( সাঃ) মাহফিলে ২০১০ সাল হতে এখনও ক্যাশিয়ারের দায়িত্ব পালন করে যাচ্ছেন। বলতে গেলে উনি একজন সামাজিক ও মানবিক দায়িত্বশীল ব্যক্তি। তাঁর ৩ ছেলে ও ৫ মেয়ে। ছেলে মেয়ে সবাই উচ্চ শিক্ষিত। বড় ছেলে আবরার আহমদ খান (এম.বি.এ) প্রাইম ব্যাংকের সিনিয়র অফিসার। মেঝ ছেলে আমির মোহাম্মদ খান (এম. এ) সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি, সৈয়দপুর। তৃতীয় ছেলে ইমতিয়াজ আহমদ খান আসিফ (এম.বি.এ) টিম মেম্বার, বিএসআরএম কোম্পানি। বড় মেয়ে সুলতানা বদরুন্নেছা (নিশু) এম এ বি এড,, সিনিয়র শিক্ষক, হিলভিউ পাবলিক স্কুল, চট্টগ্রাম। ২য় মেয়ে তাহমিনা সুলতানা (বি.এ), এডভোকেট,, জর্জ কোট ঢাকা। ৩য় মেয়ে শাকিলা সুলতানা , বিসিএস পুলিশ, উপ- পুলিশ কমিশনার, ডিসি ট্রাফিক, বন্দর, চট্টগ্রাম। চতুর্থ মেয়ে সুহানা সুলতানা ( বিএ অর্নাস, এম এ ইংরেজি, সাবেক প্রভাষক, চুনতি মহিলা কলেজ। প্রকৃত পক্ষে উনার পরিবারের সবাই উচ্চ শিক্ষিত ও দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বলতে গেলে আমিন আহমদ খান জুনু মিয়া একজন ধার্মিক, সৎ, বিশ্বস্থ ও পরোকারী সহজ সরল মানুষ।
Make sure you enter the(*)required information