Login Sign Up Subscription Forgot Password
Chunati.com
  • Home
  • Chunati Barta
  • Who's Where
  • Books
  • Writer's Column
  • History
Latest Update
  • চুনতি সমিতি ঢাকার ২০২৫ সালের শিক্ষাবৃত্তির আবেদন আহ্বান
  • বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শাকিলা সোলতানা
  • বিশিষ্ট শিক্ষাবিদ ও আইআইইউসি চট্টগ্রামের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, চুনতি ফাতেমা বতুল মহিলা ফাজিল মাদ্রাসার সভাপতি মনোনীত
  • এশিয়া উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিসের সান্নিধ্যে কিছুক্ষণ
  • ।। দাদা-দাদী বৃত্তান্ত ।।
  • ব্যবহারিক বিজ্ঞান উৎপত্তি ও বিকাশ
  • রমজানের বরকত
  • চুনতি
  • স্মৃতিময় মেলবন্ধন বনাম বার্ষিক পিকনিক আয়োজন
  • Siratunnabi (SM)
  • Blood Bank
  • Illustrious Person
  • Events & Happening
  • Gardens of Remembrance
  • Sher Khani
  • Send Your Profile
  • Photo Album
  • Video Channel

প্রফেসর ড. আবু বকর রফীক

এম. তামজীদ হোসাইন

সংক্ষিপ্ত পরিচিতিঃ
প্রফেসর ড. আবু বকর রফীক ১৯৪৬ সালের ২১শে জুলাই চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম মওলানা আবু তাহের মুহাম্মদ নাজের (গোল্ড মেডালিস্ট)। মাতা মরহুমা মোছাম্মৎ জয়নাব বেগম। পিতামহ মরহুম মাওলানা মাহমুদ উল্লাহ, এবং কুতুবদিয়ার শাহ সাহেব মরহুম শাহ মাওলানা আব্দুল মালেক আল কুতুবির ছোট বোন মরহুমা মোস্তাফা বেগম উনার পিতামহী। ওলিকুল শিরোমণি হযরত শাহ হামেদ হাসান আজমগড়ীর (রহ.) অন্যতম খলিফা চুনতির স্বনামধন্য পীরে কামেল মরহুম শাহ ছুফি মওলানা নাজির আহমদ (প্রকাশ হুজুর) উনার মাতামহ এবং চুনতির অন্য এক প্রখ্যাত আলেম ও ওলিউল্লাহ হযরত মরহুম শাহ হাফেজ আহমদ এর আপন চাচাতো বোন মরহুমা খায়রুন্নিছা বেগম উনার মাতামহী।

প্রফেসর ড. আবু বকর রফীক বর্তমানে ৬ সন্তানসন্ততির(৩ ছেলে ৩ মেয়ে) জনক। ১ম ছেলে এবিএম জাবীদ আহসান বর্তমানে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক(আইডিবি), জেদ্দা এর Knowledge Management Officer। ১মা কন্যা উম্মে রুমান মরিয়ম জামিলা কানাডার স্থায়ী বাসিন্দা। ২য়া কন্যা উম্মে রায়হান রাফাত ফারহানা মালয়েশিয়ার একটি স্কুলে শিক্ষকতা করেন। ২য় ছেলে প্রকৌশলী ড. নুরুল হুদা মাহমুদ ডেনমার্কের আল বর্গ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক। ৩য় ছেলে তৌফীক আল মোবারাক বর্তমানে মালয়েশিয়াতে রিসার্চ ফেলো হিসেবে কর্মরত আছেন। ৩য়া কন্যা মাইমুনা মুসাররত বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নের সুইনবার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে পিএইচডি করছেন।

শিক্ষা জীবনঃ
প্রফেসর ড. আবু বকর রফীক ১৯৫৫ সালে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চুনতি হাকিমিয়া কামিল (এম.এ) মাদ্রাসায় (পূর্বনাম চুনতি হাকিমিয়া সিনিয়র মাদ্রাসা) শিক্ষা জীবন শুরু করেন। অত্র মাদ্রাসায় তিনি অত্যন্ত কৃতিত্বের সাথে ফাযিল(স্নাতক) ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করেন। ১৯৬৫ সালে তিনি ফাযিল(স্নাতক) শেষ করেন। তিনি সকল শ্রেণিতে ১ম স্থান অধিকার করেছেন এবং অনেক বৃত্তিও পান। এরপর তিনি ১৯৬৫ সালে ঢাকার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গভ. মাদ্রাসা-ই-আলিয়াতে ভর্তি হন। ১৯৬৭ সালে তিনি সায়েন্স অফ হাদিস বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে মেধা তালিকায় ফাস্ট ক্লাস ফাস্ট স্থান অধিকার করে কামিল(স্নাতকোত্তর) ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৭২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরাবিক ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার বিষয়ে ফাস্ট ক্লাসে বি.এ. (সম্মান) সম্পন্ন করেন। ১৯৭৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরাবিক ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার বিষয়ে ফাস্ট ক্লাসে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৭৯ সালে তিনি সুদানের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ খার্তুম ফর আরাবিক থেকে টিচিং আরাবিক এস সেকেন্ড ল্যাঙ্গুয়েজ(টিএএসএল) থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০০ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া থেকে কুরআনিক স্টাডিজে(ইজাজ আল-কুরআন) পিএইচডি করেন।
তিনি বাংলা, আরবি, ইংরেজি, উর্দু, মালয় এবং মৌলিক ফরাসী ভাষায় জ্ঞান রাখেন। তাছাড়া তিনি ফরাসি ভাষাও পড়তে জানেন এবং হিন্দি ভাষায় কথা বলতে পারেন।

তিনি মাওলানা মুফতি আমিনুল ইহসান, মাওলানা আবদুস সাত্তার বিহারি, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা আবদুর রহমান আল কাশগরী, মাওলানা আবুল খাইর সাতকানাভী, মাওলানা ওবায়েদুল হক জালালাবাদি, মাওলানা আবদুল খালেক ইসলামাবাদি, মাওলানা মুফতি কাজী দ্বীন মুহাম্মদ এবং আরও অনেক প্রখ্যাত পন্ডিত ব্যক্তিদের কাছে অধ্যায়নের সুযোগ পান।

কর্মজীবনঃ
১। প্রফেসর ড. আবু বকর রফীক কাতারের ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার(আইইউএমএস) এর প্রতিষ্ঠাতা সদস্য এবং ২০০৪ সালে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা সম্মেলন, যুক্তরাজ্যে তিনি অংশগ্রহণ করেন;

২। লীগ অফ ইসলামিক লিটারেচার (রাবিটাট আল-আদাব আল-ইসলামি), উর্দ্ধতন কর্তৃপক্ষ রিয়াদ, সৌদিআরব(বাংলাদেশ অধ্যায়) এ ২০০৫ সাল থেকে সদস্য;

৩। ২০০৬ সাল থেকে তিনি বাংলা একাডেমী, ঢাকা এর আজীবন সদস্য;

৪। ২০১২ সালের জুলাই থেকে Bangladesh Institute of Islamic Thought(BIIT) চট্টগ্রাম অধ্যায়ের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন;

৫। ১৯৯৬-২০১৫ সাল পর্যন্ত প্রো ভাইস চ্যান্সেলর এবং ১৯৯৬-১৯৯৮ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর, ইন্টারন্যাশনাল ইসলামি ইউনিভার্সিটি অফ চিটাগাং।

৬। আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া(আইআইইউএম) এর আল কুরআন এবং সুন্নাহ বিষয়ের সহযোগী অধ্যাপক নির্বাচনের একজন বহিরাগত বিশেষজ্ঞ সদস্য;

৭। বর্তমানে তিনি Dean, Faculty of Arts and Humanities (FAH), IIUC;

৮। চেয়ারম্যান, Centre for Research and Publication  (CRP), আইআইইউসি;

৯। সাবেক সদস্য সেক্রেটারি, Shari'ah Suvervisory Committee, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড(আইবিবিএল)(২০০৪-২০০৬);

১০। ইসলামি ব্যাংক অফ বাংলাদেশ এর কেন্দ্রীয় শরিআহ বোর্ডের কার্যনির্বাহী কমিটি এবং ফিকহ কমিটির সাবেক সদস্য(২০০৪-২০১৬) হিসেবে দায়িত্ব পালন করেন;

১১। প্রধান সম্পাদক, আইআইইউসি স্টাডিজ, এক্সিকিউটিভ ভিউ, দিরাসাত আল জামিয়া(আরবি);

১২। আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম(আইআইইউসি) এর কোরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতা এবং ১৯৯০-১৯৯৬ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ইসলামি ইউনিভার্সিটি, মালয়েশিয়া এর সহযোগী অধ্যাপক ছাড়াও দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রফেসর ড. আবু বকর রফীকের রয়েছে। ১৯৯৬ সাল থেকে তিনি আইআইইউসি এর বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে একজন গবেষকের ভূমিকা পালন করছেন।

আমন্ত্রিত আলোচনাঃ
তিনি ২০১২ সালে সৌদিআরবের মক্কা নগরীতে অনুষ্ঠিত পবিত্র হজ্বের আন্তর্জাতিক সম্মেলনে রাজকীয় অতিথি হিসেবে নিমন্ত্রিত হন।
তিনি যথাক্রমে ২০০৭ সাল, ২০০৮ সাল, ২০০৯ সাল এবং ২০১০ সালে মিশরের কায়রো শহরে অনুষ্ঠিত ইসলামিক বিষয়ে সুপ্রিম কাউন্সিলের ১৯ তম, ২০ তম, ২১ তম এবং ২২তম আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন।
তিনি ২০০০ সালে সৌদিআরবের মক্কা নগরীতে অনুষ্ঠিতব্য ইসলামিক কালচারের উপর আন্তর্জাতিক সম্মেলনে রাজকীয় অতিথি হিসেবে নিমন্ত্রিত হন। এছাড়াও তিনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সভা-সম্মেলনে অংশগ্রহণ করেন।

রচিত বই, প্রবন্ধ, অনুবাদগ্রন্থঃ
প্রফেসর ড. আবু বকর রফীক এর লেখা বিভিন্ন বই এবং প্রবন্ধ রয়েছে। তিনি পবিত্র কুরআনসহ ইসলামিক অনেক বইয়ের বাংলা অনুবাদও করেন। এছাড়াও অনেক বই যৌথভাবেও সম্পাদন করেন।

তাঁর লেখা বই এবং প্রবন্ধ সমূহ হলঃ
১। বিংশশতাব্দীর ২জন অগ্রদূতের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ এবং কোরআনের ব্যাখ্যা(২০১৬),
২। হাজ্বের দর্শন, গুরুত্ব, নির্দেশনা এবং বিধান(২০১৬),
৩। ইসলামের আকিদাহ্(২০১৫),
৪। জাকাতের আহকাম(২০১৪),
৫। Strategic  Management  of  Zakat  &  Awqaf(2011),
৬। Islamic  Financial  Contracts  and  Products  Development(2010)[উপরোক্ত দুটি গবেষণা় বই বিজনেস অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট, হামদান বিন মোহাম্মদ স্মার্ট বিশ্ববিদ্যালয়ের ই-স্কুল অধীনে ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্সে মাস্টার্সের জন্য লিখিত]
৭। হযরত মুহাম্মদ (সঃ) এর প্রসিদ্ধ পূর্বসূরিদের ইতিহাস,
৮। Islamic  World  View  &  Ideology(প্রকাশিতব্য),
৯। Introduction  to Ibadah(প্রকাশিতব্য)।

অনুবাদগ্রন্থঃ
ইসলামিক ব্যাংকিংঃ ১। প্রশ্ন এবং উত্তর(২০১৫),
২। শরিআহ পর্যবেক্ষণ কমিটির সিদ্ধান্ত সমূহ(২০১৫),
৩। ইসলাম ও শিশু পরিচর্যা(১৯৮৭, এটি ইউনেস্কো কর্তৃক স্পন্সরকৃত),
৪। Text and  Translation  from  Hadith(২০১৪),
৫। ইসলামিক ব্যাংকগুলোর জন্য শরিয়াহ নির্দেশিত বিনিয়োগ নিতিমালা,
৬। পবিত্র কোরআনের অনুবাদ(প্রকাশিতব্য),
৭। Mutktasar Al-Targheeb wa al-Tarheeb, an  anthology  of  Hadith,  by    al-Imam  Ibn  Hajar al-„ASqalani এর অনুবাদ,
৮। বিভিন্ন যুগে পবিত্র কুরআন এর পাঁচটি বিশিষ্ট মন্তব্যকারীদের দ্বারা তাফসীরে সিরাতুল ফাতিহা(প্রকাশিতব্য)




Post Date : 29 May 2022
Share

Comments

Leave a Replay

Make sure you enter the(*)required information

Chunati.com~Posting Comments

Writers
  • আছমা উল্লাহ8
  • আছিম উল্লাহ নাবিল1
  • আজম মিনহাজ1
  • আদনান সাকিব21
  • আনোয়ারুল হক9
  • আবু উমর ফারূক আহমদ, পি এইচ ডি 5
  • আমিন আহমদ খান1
  • আহমদুল ইসলাম চৌধুরী16
  • উমেদ উল্লাহ খান12
  • এ ডি এম আব্দুল বাসেত (দুলাল)10
  • এম. তামজীদ হোসাইন29
  • এরশাদ উল্লা খান1
  • ওয়াহিদ আজাদ17
  • কশশাফুল হক শেহজাদ1
  • খাতুন রওনক আফযা (রুনা)57
  • চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য1
  • চুনতির ইতিহাস-সংগৃহিত3
  • ছাইফুল হুদা ছিদ্দিকী64
  • জওশন আরা রহমান2
  • ড. নাসের খান2
  • ড. মুহাম্মদ ঈসা শাহেদী2
  • ড. শব্বির আহমদ2
  • ডঃ মুঈনুদ্দীন আহমদ খান1
  • ডাঃ মাহমুদুর রহমান1
  • নায়েমা খানম শিমু1
  • প্রফেসর ড. আবু বকর রফীক2
  • প্রিন্সিপাল দীন মুহম্মদ মানিক12
  • ফরচুন শামীম5
  • মুহাম্মদ এশফাক হোছাইন1
  • মুহাম্মদ লুৎফুর রহমান তুষার5
  • মাইমুনা1
  • মাওলানা আজিজ আহমদ (আনু) 1
  • মাওলানা খালেদ জামিল2
  • মাসুদ খান5
  • মিজান উদ্দীন খান (বাবু)27
  • মিনহাজুন্নিছা 4
  • মোঃ নুরুল কিবরিয়া সাকিব (দিলকাশ চাটগামী)18
  • মোহাম্মদ আনোয়ার উল্লাহ (সুজাত)1
  • মোহাম্মদ ইমাদ উদ্দিন1
  • মোহাম্মদ ইমাদ উদ্দীন2
  • যাহেদুর রহমান1
  • রবিউল হাসান আশিক10
  • রুহু রু‌হেল4
  • রিদুওয়ানুল হক1
  • লায়লা মমতাজ রুপা3
  • শাহেদ হোছাইন2
  • সংগৃহীত21
  • সুজাত হোসেন1
  • সানজিদা রহমান নন্দন5
  • হাবিব খান22
  • হেলাল আলমগীর4

Categories
  • Article272
  • Poetry162

Important Link

  • Chunati At a Glance
  • Forum
  • Priyo Chunati
  • Condolences
  • Career Corner

Important Link

  • Educational Institutions
  • Clubs
  • Chunati High School Ex-Students Association
  • Terms of Use
  • Terms of Use~Priyo Chunati

Other Links

  • Founder
  • Admin Panel Members
  • Volunteer Panel Members
  • Social Works
  • Feedback

Contact Center

 Contact No: +8801313412646, +8801819383870,+6590252498(S'pore)
 Email: chunati.com@gmail.com

Copyright © 2006 www.chunati.com .All rights reserved.