অদ্ভূত ভাড়াটিয়া! -৩য়/শেষ পর্ব |||||||||||||||||||||||||| অন্য একদিন। কড়া দুপুর, ১২:১৩ মিনিট। অফিসের কাজে সিইপিজেড থেকে আগ্রাবাদ যাচ্ছি। কাস্টমস হাউজ পার হতেই মুঠো ফোনের ডিসপ্লেতে অচিন নাম্বার। কে হতে পারেন ? নাকি ডিপি মানে ডিস্টার্ব পার্টি কেউ ? অ-সময়ে অহেতুক কৌতুহলে কাউয়ার মতো করে কা কা । তৃতীয়বারে ও একই নাম্বার ! বিষয়টা কি? পরিচিত কেউও তো হতে পারেন। হতে পারে জরুরী কোনো বিষয়। ঃ হ্যালো ? ঃ স্যার, আমি বশির আপনার ভাড়াটিয়া। ঃ সরি, নাম্বারটা অপরিচিত ঠেকছিলো তাই রিসিভ করতে দেরি হলো। ঃ আরে স্যার, কি যে বলেন! ঃ আচ্ছা, এবার বলেন কোনো সমস্যা? ঃ না স্যার, বরং একটা বিশেষ সংবাদ দেবার জন্য আপনাকে ফোন করেছি।আগামীকাল জুম্মাবার বাদ আছর চকবাজার কলেজ রোডে আরেকটা দোকান উদ্বোধন করতে যাচ্ছি,আপনি কি স্যার কষ্ট করে আসতে পারবেন ? ঃ আবার কিসের দোকান ? গণক ঠাকুর মুদি হলে লোকে যে বাঁকা হাসবে ভাই। ঃ স্যার মরদেহ সৎকার সামগ্রীর ব্যবসা। ঃ বাহ্ !চমত্কার আইডিয়া! ঃ স্যার আসছেন তো ? ঃ চেষ্টা করবো, ইনশাআল্লাহ। °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° খুব কাছেই দু'টো সরকারী কলেজ, নামী দামি বেশ ক'টি স্কুল থাকাতে এলাকাটা সব সময় বেশ সরব ব্যস্ত।তার উপর আবার কোচিং সেন্টার, লাইব্রেরী, ষ্টেশনারী, খানাঘর- পেটুক' কি উদ্ভট নাম! কফি শফে নিচু লয়ে ইংলিশ মিউজিক,সোনালী চুল বিদিশাদের মস্রণ আনাগোনা। চিনতে কষ্ট হয় উনাদের- ষ্টুডেন্ট, আধুনিকা নাকি স্রেফ পথের কামিনী? সিটি অপটিক্যাল।হ্যান্ড মিররে শেষ বিকেলের ছটা! লম্বাটে মুখে বেটপ গগলস! উনি কি রমণী নাকি, তৃতীয় লিংগের কেউ? পাশের দোকানের সামনে প্রচুর লোক সমাগম! কি ব্যাপার পকেটমার নাকি জুতো চোর ? ইঁদুর দাঁত হরফে চকচকে নিদারুণ এক সাইনবোর্ড - শেষ যাত্রা'। যাত্রা পালার নাম নাকি কোন ভন্ড হুজুরের হুজরা? তখনি ছোট বেরিয়ে এলেন-যেন এক বামন কুমার- সিল্কের পাঞ্জাবী পায়জামা,পায়ে বাহারি পাদুকা।মাথায় সেই কায়দে আযম টুপি। ঃ স্যার ভিতরে আসেন। হুরে জান্নাত আগরবাতি,বাগদাদী গোলাপ জলের ভোঁতা ভৌ -পরান উপচানো কেমন এক চিকন সূক্ষ্ণ অনূভুতি। দেয়াল তাক আলমিরায় মৃত্যুর পরের প্রসাধনী সব-শুভ্র সাদা কাপড় ন্যাপথলিন, কর্পুর, কুল পাতা,উন্নত জাতের তুলো। মলি বাঁশের কঞ্চি, বেড়া চাটা আর কোঁদাল শাবল খন্তি সাথে মাটির টবে নবীন বাড়ন্ত বরই গাছ- বেতের টুপি,হুরি আতর, মিশরী জায়নামাজ। বাগদাদী জিলাপি আর শাহী নিমকির প্লেটটা হাতে নিয়ে বুঝলাম এখানে ধর্মীয় কোন অনুষ্টান পালিত হয়েছে। ঃ স্যার,কেমন আছেন বলেন? অনেকদিন পর আমাদের দেখা হলো। ঃ ভাল আছি ভাই। -ঃ স্যার, ভাবছি এবার একটা অন্যরকম ব্যবসায় হাত দেবো।জনসেবা তো অনেক করলাম। ঃ আপনার যা খুশী তা করেন, আমার একটা জরুরী কাজ আছে ভাই,,পরে কথা হবে। আল্লাহর কাছে হাজার শোকর- বিচিত্র পেশার এই অদ্ভুত ভাড়াটিয়ার সাথে আমার আর দেখা হয়নি- চিকিৎসা নিতে যখন ইন্ডিয়া গিয়েছিলেম, তখন গণক সম্রাট আমাদের বাসা ছেড়েছেন। শুনেছি,বশির সাহেব নাকি মেহেদীবাগে নিজের ফ্ল্যাটবাড়িতে উঠেছেন! সুপ্রিয় পাঠক,ভং, ভাব আর বিচিত্র কৌশল কি বস্তু চিন্তা করেন! সমাপ্ত।
Make sure you enter the(*)required information