রোমন্থন এবঙ জীবন আমার বোন' - চুনতি ডট কম- ২০১২ খৃষ্টাব্দ -কেন লিখো, কেনই বা ধ্বংস করো, তুমি কি ? |||||||||||||||||||||||||||||||||||||||||||| -হতাশ হয়ে ভালবাসার তরুণকে উদ্দেশ্য করে তরুণী লিখেছে - তোমাকে তো পেলাম না তাই তোমার বিছানাটা এলোমেলো করে দিলাম। ||||||||||||||||||| সময়কাল ১৯৮৩ ইংরেজি সাল। আমার মেট্রিকের বছর। আন্দরকিল্লাহ,চট্রগ্রাম। পাঠক বন্ধু’ লাইব্রেরী। ধূঁলোভর্তি সেলফের মাঝামাঝিতে মাঝারি শরীর নিয়ে দাঁড়িয়ে আছে’ মেরুদন্ড বেয়ে নেমেছে রকমারি হরফ’ - জীবন আমার বোন'। লাইব্রেরী বাবু’র খিটখিটে মেজাজ, আপাদমস্তক পরখ করে আমায়। ক্রেতা না পাঠক? যা হোক বর্তমানে বিক্রয়কমীদের আচার আচরণ নমনীয় বিনয়ী হয়েছে। কারণ, ডিজিটাল সভ্যতার যুগ বলে কথা। লেখক মাহমুদুল হক (ত্রিশ বছর আগের কথা’ পুরো নাম ভূলও হতে পারে) ঝরঝরে গদ্যে লিখেছেন আর একজন তরুণ যুবককে সারাজীবনের জন্য উনার অনুরক্ত করে রেখেছেন। উঠতি তরুণীর প্রেম জীবনকে আবর্তিত করেছে। কোথাও চিরকুটে এসেছে- কেন লিখো’ কেনই বা ধ্বংস করো’ তুমি কি? কখনো বা তরুণী হতাশ হয়ে উম্মাদিনীর মতো আচরণ করছে। ভালবাসার তরুণকে উদ্দেশ্য করে লিখেছে - তোমাকে তো পেলাম না’ তাই তোমার বিছানাটা এলোমেলো করে দিলাম। আর জীবন পুকুর পাড়ে দাঁড়িয়ে লেখক জীবন ঘনিষ্ট হয়েছেন, উঠে এসেছে একান্ততা’ কঠিন জীবনের খুঁটিনাটি। অন্যদিকে ৭৫ পরবর্তীতে দস্যু বনহুরের স্ত্রী প্রেম’ সমাজ কাতরতা’ লেখিকা রোমেনা আফাজের প্রতি কৌতুহল সৃষ্টি করেছিলো। তেমনি ৮২তে হেলাল হাফিজের ফেরিঅলা আমাকে কষ্টের রকম ফের শিখিয়েছে। অবশ্যই আমি বিশ্বাস করি- এবঙ দূঃখের শেষ আছে, শেষ নেই শুধু কষ্টের... - মিজান বাবু। ||||||||||||||||||||||||||||||||||||||| হিজ মাষ্টার্স ভয়েজ এবঙ মিষ্টি সূরের হাঁড়ি- [][][][][][][][][][][][][][][][][] কৈশোরের মিষ্টি সূরেলা দিনগুলোর কথা মনে পড়লে আজো আমি পূলকিত হই। সময়কাল সম্ভবত ১৯৭৪ - ৭৬ ইংরেজী। আমার দাদী জাহেদা খাতুন তখন উনার নিজ বাড়িতে থাকতেন। এখানে একটা কথা না বললে আমার এ স্মৃতি চারণ অসম্পূর্ণ থেকে যাবে, তা হচ্ছে- জনাবা জাহেদা খাতুন অর্পূব সুন্দরী ছিলেন। শুধু রূপ নয় উন্নত পরিমিত রুচি আর গুনে পরিপূর্ণ ছিলেন তিনি। ১৪ সন্তানের মা হয়েও উনার চমৎকার ছিপছিপে শরীর ছিলো। ঠিক যেন কল্পনার পরী। সংস্কৃতিবান দাদী প্রায় প্রতি সন্ধ্যা বিকালে উনার কলের গান* খুলে বসতেন। বাতাসে শিস কেটে যেতো কানন দেবীর* পরাণী কন্ঠ- ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো...। বা, আঙ্গুর বালার* গাওয়া বিখ্যাত সব নজরুল গীতি* এতো জল ও কাজল চোখে পাষাণী... । মুগ্ধ হয়ে দেখতাম পিনের ছোঁয়ায় বড় রুটির মতো রেকর্ডটি কিভাবে কেঁপে কেঁপে নিঁখুত মধুর সুর ছড়ায়। তখনো পর্যন্ত রেকর্ড কভারে কুমারী জ্যোতিকা রায়* দের ছবিতে সন্তুষ্ট ছিলাম আমি। রেকর্ডের ধরণ অর্থাৎ আর পি এম সম্পর্কে কিছুই জানতাম না। তখন আমার পছন্দের র্শীষে ছিলেন - কমলা ঝরিয়া (আসল নাম- কমলা সিন্হা) উনার গাওয়া বিখ্যাত বাংলা ক্লাসিক্যাল গান - দেখা হলে এই অবেলায়, সখি তাকে বলবো কি বল? -কে এল সায়গল (কুন্দলাল সায়গল) : [][][][][][][] উনার বিখ্যাত বাংলা ক্লাসিক্যাল গান - এই পেয়েছি অনল জ্বালা . -সুধীরলাল চক্রবর্তী : [][][][][][][] উনার বিখ্যাত ১০টি গানের মধ্যে ৬টি গান আমার কাছে অতি প্রিয় : মধুর আমার মায়ের হাসি খেলাঘর মোর ভেঙ্গে গেছে হায় কেন ডাকো প্রিয়া প্রিয়া আঁখি যদি ভোলে তারে মন কেন ভোলে না এই দুটি নয়ন পলকে হারায় যারে প্রথম দিনের প্রথম পরিচয় -আঙ্গুর বালা দেবী ১৯৩০ সালে তিনিই প্রথম নজরুল গীতির প্রশিক্ষক নিযুক্ত হয়েছিলেন। এই শিল্পীর গাওয়া বিখ্যাত কিছু নজরুল গীতির মধ্যে নিচের ০৭ টি অন্যতম প্রধান বলে বিবেচনা করা হয় : ১) আমার যাবার সময় হলো ২) আসিলে এ ভাঙ্গা ঘরে ৩) বিদায় সন্ধ্যা আসিলে ৪) গানগুলি মোর ৫) নহে নহে প্রিয় ৬) নিশি ভোর হলো ৭) এতো জল ও কাজল চোখে |||||||||||||||||||| শিল্পী বেগম আকতার - গজল, দাদরা, ঠুমরি [][][][][][][] শিল্পীর ০৩টি ক্লাসিক্যাল গানের কথা উল্লেখ না করে পারছি না। ১) চুপি চুপি চলে না গিয়ে ২) এ মৌসুমে পরদেশে যেতে তোমায় দেবো না ৩) জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি তেমনি *রবীণ মজুমদার* (আমার আধার ঘরের প্রদীপ) *অখিল বন্ধু ঘোষ* (জাগো জাগো প্রিয় রজনী পোহায়) *সুবীর সেন* (এতো সুর আর এতো গান) *শচীন দেব বর্মন* (বিরহ বড় ভালো লাগে, তুমি এসেছিলে পরশু) *শ্যামল মিত্র* (আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে) *লতা* (কেন গেলে পরবাসে বল বধূযা?) * জগন্ময় মিত্র* (স্বপ্ন সুরভী মাখা দূলর্ভ রাত্রি, -তুমি আজ কত দূরে, -ভালোবাসা মোরে ভিখারী করেছে, -আমি দূরন্ত বৈশাখী ঝড়, -তুমি কি এখন দেখিছো স্বপন, -আমি ভোরের হাওয়ায় দেখেছি তোমারে... দাদীর সংগ্রহে প্রচুর রেকর্ড ছিলো (৪৫ আরপিএম, ৭৮ আরপিএম এলপি ইপি) নাটকের মধ্যে নবাব সিরাজ-উদ-দৌল্লা এবং দেবী সুলতানা নাটকের কথা মনে পড়ে আজো। পরবর্তীতে, ফুফাতো ভাই মিয়া মোহাম্মদ হেলাল ভাই এর সরাসরি সহযোগিতায় বিভিন্ন এলাকা থেকে প্রচুর দূলর্ভ রেকর্ড সংগ্রহ করেছি, সাথে একটি কলের গানও। আজ হেলাল ভাই বেঁচে থাকলে আরো অনেক রসালো তথ্য দিতে পারতাম।. \/\/\/\/
Make sure you enter the(*)required information