অগোচরে ###### জোনাকীদের ভেসেচরা সেদিনো ছিল দিগ্বিদিক ঘুরাঘুরি ঝিঁঝিঁদের ডাকাডাকি এখন যারা আছে তারাইতো উত্তরসূরি -- ভাবের পরশলাগানো মধুক্ষণ আবার যদি ফিরে জোছনা ছড়ানো রাতে মেঘ আর চাঁদনীর সাথে ধীরপদে হেঁটেচলা হাতধরা হাতে -- সেই চাঁদ সেই রাত জোনাকী এখনো ওড়ে আবেগের খোঁজে কখন যে পড়িল চাপা ভালোলাগা সব কালের অগোচরে --
Make sure you enter the(*)required information