সহস্র আলেমে দ্বীন ও অলি উল্লাহর স্মৃতি বিজড়িত গ্রাম হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন "চুনতী" গ্রাম ।ঐতিহ্যবাহী চুনতীর একজন প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশাল সুখ্যাতির অধিকারী অলি উল্লাহ ছিলেন হযরত শাহ মাওলানা হাফেজ আহমদ (রাহ)।"শাহ সাহেব হুজুর " হিসেবে সুপ্রসিদ্ধ ও সর্বজন শ্রদ্ধেয় এ মহান ব্যক্তিত্বের বড় বৈশিষ্ট্য ছিল - তিনি ছিলেন একজন যথার্থ 'আশেকে রসুল(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)'। আর তাঁর ইশকে রসুল তথা রসুল প্রেমের এক অনুপম নিদর্শন হচ্ছে " ঊনিশ দিন ব্যাপী মাহফিলে সীরাতুন্নবী (স)"।এদেশে "সীরাতুন্নবী (স )" নামক মাহফিলের তিনিই ছিলেন মুজাদ্দিদ বা নতুন উদ্ভাবক। প্রিয় নবী হযরত ( স ) এর জন্মের মাস পবিত্র রবিউল আওয়াল মাসে তিনিই প্রথম একদিনের জন্য " সীরাতুন্নবী ( স )" মাহফিলের আয়োজন করেন ১৯৭২ সালে।১৯৭৩ সালে দুই দিন ব্যাপী, ১৯৭৪ সালে তিন দিন ব্যাপী,১৯৭৫ সালে পাঁচ দিন ব্যাপী,১৯৭৬ সালে দশ দিন ব্যাপী এবং ১৯৭৭ ও ১৯৭৮ সালে বার দিন ব্যাপী মাহফিলে সীরাতুন্নবী (স) উদযাপিত হয় রবিউল আওয়াল মাসে।১৯৭৯ সালে পনের দিনের কর্মসূচির ভিত্তিতে মাহফিলে সীরাতুন্নবী (স) এর কার্যক্রম আরম্ভ হয় কিন্ত শাহ সাহেব হুজুর মাহফিলের শেষ পর্যায়ে দুই দফায় দুই দিন করে বাড়িয়ে একে ঊনিশ দিনের মাহফিলে রূপান্তরিত করেন।এরপর থেকে অদ্যাবধি এগার থেকে ত্রিশ রবিউল আওয়াল পর্যন্ত ঊনিশ দিন ব্যাপী মাহফিলে সীরাতুন্নবী (স) অনুষ্ঠিত হচ্ছে ,আলহামদুলিল্লাহ ।শাহ সাহেব হুজুর ইন্তেকাল করেন ১৯৮৩ সালের মাহফিলে সীরাতুন্নবী ( স ) এর ঊনিশ দিন আগে।হুজুরের ইন্তেকালের পর বিভিন্ন চড়াই- উৎরাই ও বাধা- বিপত্তি সত্বেও অদ্যাবধি এই মাহফিলের অব্যাহত থাকাটা নিসন্দেহে তাঁর বড় কিরামত তথা বুজুর্গীর বড় নিদর্শন ।আগামী ০৮ অক্টোবর ২০২২ খ্রিষ্টাব্দ , মোতাবেক ১১ রবিউল আওয়াল ১৪৪৪ হিজরী , রোজ - শনিবার বার হতে সাত একর জমিতে অবস্থিত ঐতিহাসিক সীরাত ময়দানে শুরু হচ্ছে ৫২ তম "ঊনিশ দিন ব্যাপী মাহফিলে সীরাতুন্নবী (স)"। শেষ হবে ২৬ অক্টোবর ২০২২ খ্রিষ্টাব্দ , মোতাবেক ২৯ রবিউল আওয়াল ১৪৪৪ হিজরী , রোজ : বুধবার।প্রতি বৎসরের মত এ বৎসরও অত্র মাহফিলে প্রিয় নবী হযরত ( স ) এর পবিত্র জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও বিভাগ এবং তাঁর আনীত পবিত্র জীবন ব্যবস্থা ইসলামের জরুরী বিভিন্ন বিষয়ের উপর সারগর্ভ আলোচনা রাখবেন সর্বমোট বিরানব্বই জন দক্ষ ও অভিজ্ঞ আলোচক বৃন্দ।বিজ্ঞ পরিচালকের তত্তাবধানে এবং প্রাজ্ঞ সভাপতির সভাপতিত্বে এ মাহফিল পরিচালিত হবে কালামে পাকের তেলাওয়াত ও নাতে রসুল ( স ) এর মাধ্যমে।প্রতিদিন মাহফিল শেষ হবে সভাপতির বক্তব্য ও মীলাদ তথা নবীজীর প্রতি সালাত-সালাম পেশ আর দুআ-মুনাজাতের মাধ্যমে। মাহফিলে অতিথি , শ্রোতা ও বাচ্চা-কাচচাদের জন্য থাকবে 'আম জিয়াফত।নারীদের জন্যও থাকবে ওয়াজ শুনা ও যিয়াফতের আলাদা ব্যবস্থা।ঊনিশ দিন ব্যাপী মাহফিলে সীরাতুন্নবী (স ) এর এই আলীশান আয়োজনটি পরিচালিত হয় রসুল প্রেমিক মুসলিম জনতার আর্থিক সহায়তার উপর ভিত্তি করে। অতএব আসুন, নিজেদের সাধ্য অনুযায়ী এই বিশাল সীরাতুন্নবী ( স ) মাহফিলের জন্য চাঁদা ও আর্থিক সহায়তা পেশ করে শাহ সাহেব হুজুরের মত প্রিয় রসুলের প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রমাণ প্রতিষ্ঠা করি।
লেখক পরিচিতি ঃ মাওলানা খালেদ জামিল সাহেব। অধ্যক্ষ, আধুনগর ইসলামীয়া কালিম মাদ্রাসা। লোহাগাড়া চট্টগ্রাম।
Make sure you enter the(*)required information