জীবন সেতো রেললাইন নয়। পাহাড় সমান এবড়ো খেবড়ো! সেতো কোন নদী চলা বহমান। এগিয়ে চলো রেখোনা মনে ভয় ।জীবন শিউলি ফুলের মতোন,যেন ধবধবে সাদা শোভাময় । নদী যেন নিরন্তন বয়ে যায় । এতো আনন্দ বয়ে যাওয়া সুখ, উচ্ছল প্রানবন্ত নদী যেথায়, ঐতো মাঝি প্রাণভরে গান গায়। জীবন কেউ কেউ অনন্ত খুজে ?দিনরাত ফেসবুকের পাতায়। জীবন মানে কি? খোঁজে অহরহ ।যেথায় সবাই মোরা সুখেদুঃখে হাটছি সাময়িক পথচলায়। জেনো জীবন সেতো পরীক্ষা কেন্দ্র, সবাই পরকালের অপেক্ষায়।
Make sure you enter the(*)required information