ঘোর থেকে জেগে উঠে দেখি গাছে ঝুলছে থোকা থো্কা ফল অথচ এখানে থাকার কথা ইট পাথরের অসাড় জঞ্জাল তবে কোথা থেকে এল এ সমস্ত বৃক্ষরাজি নিশ্চল কোনটা সত্যি ? প্রকৃতির মনোহারি রূপ নাকি সভ্যতার ইন্দ্রজাল চারদিক লোহার খাচায় ইট বালুর ছড়াছড়ি অতি এর মধ্যে কোথা থেকে এল ফলভারে নুয়ে পড়া গাছ প্রৌঢ়ত্ব আর বার্ধক্য এক নয় কোথা থেকে এলো ভীমরতি প্রকৃত আর অপ্রকৃতের হিসেবের গরমিলে গায়ে লাগছেনা রোদের ঝাঁঝ শৈশবে ডুব দিয়ে দেখি চারদিকে প্রকৃতির কি আয়োজন সম্বোধনে মমতার ছোঁয়া আকাশ বাতাস কি নির্মল যান্ত্রিক অন্তঃসার শূন্যতা জীবনের কৃত্রিমতা সভ্যতার প্রয়োজন সম্পর্কের হৃদ্যতা , মায়া মমতা মূল্যবোধ কাঞ্চন কি অধিক সবল ? এবার তাহলে ধন্দ কাটিয়ে গড়তে হবে পার্থক্য কাটখোট্টা জীবনে ফলগু ধারা নাকি বস্তুবাদ হবে মূলমন্ত্র জীবনের অনিত্যতায় জুড়ে দিতে হবে স্নেহ বন্ধনের ঐক্য নাকি বস্তুতন্ত্রের অভিঘাতে জীবন হবে কেবল একটি যন্ত্র । এ ডি এম আব্দুল বাসেত দুলাল
Awesome..
Make sure you enter the(*)required information