স্বর্ণ গ্রামের স্মৃতি
জীবনের কিছু কিছু জায়গা সত্যিই ছুঁয়ে গেছে এই মনটাকে। বিস্ময়কর কিছু মুহূর্ত অমর করে রেখেছে কিছু সুর্যোদয়, সূর্যাস্ত কিংবা সাঁঝের বেলা কে। একটু ফিরে তাকালেই কতো স্পষ্ট যেনো দেখতে পাই সবকিছু !! স্মৃতি বড়োই মায়াবী এক অনুভূতির নাম।
একদিন তুমুল বর্ষণ ধোয়া পূবের শুভ্র সবুজ বিলটাকে দেখে স্নিগ্ধতায় বিহবল মন হারিয়ে গিয়েছিলো অপার্থিব এক মুগ্ধতায়। সেই অনুভূতিটাকে আমি শব্দে শব্দে ধরে রাখতে চেয়েছি প্রাণান্ত। পারিনি। বুঝেছি জীবনের কিছু কিছু অনুভুতিকে শব্দে বাধা যায়না। কেবল উপলব্ধি করা যায়।
একদিন সুর্যোদয়ে এক ঝাঁক শুভ্র ধবল বক সবুজ ধানের ক্ষেতে উড়ে গিয়ে বসে অমর করে দিয়েছিলো একটা মুহূর্তকে। আজও আমি স্পর্স্বে সেদিনের সেই অপূর্ব অনুভূতিটার মায়াবি অস্তিত্ব খুঁজে খুজেঁ ফিরি হৃদয় গহীণে।
আরেকদিন এক ক্লান্ত বিকেলে সোনাই ছড়ি খাল পেরিয়ে দক্ষিন বিলের মাঝখান দিয়ে আঁকাবাঁকা মেঠোপথ ধরে কোথায় যেনো চলে গেছিলাম। যেখানে পথের ধারের মাচান বেয়ে ঝুলে থাকা লতার মাঝে একটা ছোট্ট ঝিঙেফুল মৃদু বাতাসে তিরতির করে কেঁপে উঠেছিলো। অনন্য সুন্দর সেই ফুলটাকে মনে হয়েছিলো বুঝি এক টুকরো জীবন। সেই মনোহর অনুভূতি এখনো ভাবনার আকাশ জুড়ে উড়ে বেড়ায় পরিযায়ী পাখির মতোন।
জীবনের পরতে পরতে লুকিয়ে থাকে কতো শত মুগ্ধতা, কতো শত ভালোলাগা!! আহা !!
#শৈশব আসলে একটি মায়াবি রূপকথার নাম .... চুনতি আসলে একটি স্বর্ণ গ্রামের নাম...যেমন একটি কবিতার নাম সোনাই ছড়ির পাড়,
সোনাই ছড়ির পাড়
সবুজ বাঁশের ঝাড়
কি অপরূপ চলে
গল্প বলে বলে
ছবির পরে ছবি
কোথায় গিয়ে রবি
সোনার রং এর ধান
জুড়ায় যেতো প্রাণ
খেলাঘরের খেলা
ফুরিয়ে গেছে বেলা
নাটাই ঘুড়ির আকাশ
শুভ্র শ্যামল বাতাস
ছেলেবেলার স্মৃতি
মায়ায় ভরা গীতি
আজও কথা বলে
ময়ূর পেখম মেলে
(গ্রামের ভিতর দিয়ে বয়ে যাওয়া ছোট্ট খালটির নাম সোনাই ছড়ি খাল)