ক্ষণিকের জীবন পরার্থে কাজ জীবন হবে সম্মানের যত যন্ত্রণা অস্থির জীবন নিমিষেই দূরীভূত শরীর মন একত্রীকরণ,ক্বলবের জ্ঞানে গুণান্বিত অমৃতবাণীর স্বাদ পাবে মনপ্রাণ। দুনিয়া এক মরিচীকাময় পরকালেই আসল জীবন,আত্মনিমগ্নতায় সদাসর্বদা মহান আল্লাহর গুনগান গাও পাবে আলোর দিশা।সদা স্মরনে জাগ্রত রাখো পবিত্র কোরাআন ও হাদিসের বাণী, জীবন অবধি আঁকড়িয়ে ধরো হযরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উম্মত তুমি,বাণীর ছন্দে ছন্দে সাজাও জীবন চমকিত পুলকিত হবে তোমার শরীর-মন। ওহে, সৃষ্টির সেরা জীব তুমি নিবিষ্ট চিত্তে ডাকো বারবার যিনি করেছেন সৃষ্টি মোদের,সৃষ্টিকুলের মাঝে যত ভালোবাসা বিলিয়ে দিয়েছেন আহরণ করো নিমগ্ন হও আহরিত শিক্ষা প্রতিফলিত করো দুনিয়া পরকালে পাবে সম্মান। অস্থির মন জীবন যাপন অন্যের দিকে মনযোগ নয়, মনোযোগি হও নিজেকে নিয়ে,অন্যের জবাবদিহিতার ভার দেইনি মহান রব।নিজের কুড়ানো কর্মের জবাবদিহিতা দিতে হবে স্বরণে রাখো বারংবার, আল্লাহ আল্লাহ জপো দিবারাত্রি ডাকো কতযে মধুময় নাম।অপার মহিমা সাজানো গুছানো নব-নব রূপে দীপ্যমানসময়ের কাজ সময়ে করার ডিসিপ্লিনময় জীবন পাঁচ ওয়াক্ত নামাজ মহান আল্লাহর স্বরণ,কর্মপরিকল্পনা ও পরার্থে কাজ স্বরণীয় বরণীয় হতে করো রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ,হবে আলোকোজ্জ্বলময় এমন জীবন হবে গঠন মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবণ।
Make sure you enter the(*)required information