"যদি বৃদ্ধি করতে পারি সচেতনতাতাহলে বাড়বে রক্তদানের প্রবণতা"চুনতি ব্লাড ব্যাংকের উদ্দোগে ২ দিন ব্যাপী ফ্রি ব্লাড গ্রূপিং নির্ণয় সম্পন্ন হয়েছে ৷ গত ১৭ ও ১৮ তারিখ চুনতি ব্লাড ব্যাংকের উদ্দোগে চুনতি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ক্যাম্পিং অনুষ্টিত হয়। এতে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন জনু কোম্পানি ৷ প্রায় ৯৫০ জন নারী পুরুষদেরকে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় ৷ উলেখ্য বিগত ১ বছর ধরে রক্ত দিলে হয়না ক্ষতি জাগ্রত করে মানবিক অনুভূতি এই স্লোগানকে সামনে রেখে মানবতার শ্রেষ্ট দান রক্তদান সংক্রান্ত কাজ করে আসছে চট্রগ্রামের অন্যতম অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবি সংগঠন চুনতি ব্লাড ব্যাংক ৷উক্ত ক্যাম্পিং পরিচালনা ও সার্বিক তত্বাবধানে ছিলেন মোঃ নেজাম উদ্দীম ও ওমর ফারুক ৷সূত্র:- হাবীবুর রহমানসদস্য (চুনতী ব্লাড ব্যাংক)
Make sure you enter the(*)required information