Forum



Author Topic: তারাপুর (Read 2301 Times)

Adnan Saquib

  • "Enayet Ali Ukil Bari. Munsef Bazar.Chunati.Lohagara.Chittagong. "
  • 01777651009
  • highwaymarkinc@gmail.com
তারাপুর
« on: 20 Sep 2015 »

উৎসর্গঃ ডাঃ জাফরিন চৌধুরী

--------------------------------------
তারাপুর

রাত্রিবেলার ক্যানভাসের বাজারে ঘুরে ঘুরে
ফিন্ আতাবেয়াঈ দরবারে,
বাঁধাই করা সবুজ অরণ্যের অপারগ অবুঝ
মাতোয়ালী জল টিলা আর নুড়ির দাপটে বিহ্বল
এতটা প্রাচীন ঠিক যেন প্রবীণের চেয়ে বুড়ো,
এখান থেকে শুরু-
বাকী ছিল একটা কিছু
যা ছিল যেটুকু;
প্রথমেই চারপাশে চারকোল লেপা হল
ঘন ঘন কালো কালো অন্ধকার
পৃথিবীর ছায়াভরা শূন্য পথ থেকে
চারকোলের সীমানা করা
খুব সবুজ করে আঁকা- 'তারাপুর',
ঝুলে থাকা আলোর মিছিলে পূর্ণ
শুদ্ধ মানবিক ধর্মপুর-
সেই শূন্য পথ থেকে দেখা
চারিদিকে গভীর অন্ধকার
মাঝখানে তারার তিমিরে- বিধাত্রী
সবুজে জোনাকিরা ভাসমান অভিযাত্রী
খোয়া গেছে সন্ধ্যার কুয়াশা মদিরে
মানবিক গাছে জাফরান ফুটে
নক্ষত্রের আলোর শত শত ফুল
মানবীর মন কতোটা নির্ভূল!
ছোট ছোট পথ উঠে গেছে পাহাড়ের ডানায়
দখিনের হাওয়া বৈরাগী বেহুলার ভাবনায়
গানের বুলবুল গলায় সুর তোলে;
'' ধূলি- পিঙ্গল জটাজুট মেলে--
আমার প্রলয়- সুন্দর এলে ।।
পথে পথে ঝরা-কুসুম ছড়ায়ে
রিক্ত শাখায় কিশলয় জড়ায়ে,
গৈরিক উত্তরী গগনে উড়ায়ে-
রুদ্ধ-ভবনের দুয়ার ঠেলে। ''
পুর্ণিমার বিমূর্ত জোয়ারি রাত
পুর্ণগ্রস্থ চাঁদের তিন বেলা
শুভ্রাশ্রমের ছাদে বসে প্রভাত
চা গাছের পোকার ঘোরধরা স্পৃহা চিৎকার
জ্যোৎস্নার অবগাহন সেরে এখন
সাদা শুভ্র জীবনের পুণ্যস্নান
মানবিক অবস্থার তীর্থ সংস্থান
এতোটা দীর্ঘ পথ
যেটুকু প্রেরণার-
সেই রাতে আলোকসোনালী ফুল আসে
তারাপুর বাগানে
নক্ষত্রের সুবাসে জাফরান ফুটে-
নেমে আসে লোকালয়ে
মানবিক সাদা হাতের সন্তণী
পরিপাট চুলে বাধা কন্ধ বেণী;
হয়তো এমন- যুগ কালে একবার।
---------------------------------



আদনান সাকিব
২৮ ভাদ্র ১৪২২
ঢাকা।

Anwar

  • Chunati (Bagan Para)
  • 01833052324
  • anu.cnt@gmail.com
Re: তারাপুর
« on: 25 Sep 2015 »

"জ্যোৎস্নার অবগাহন সেরে এখন
সাদা শুভ্র জীবনের পুণ্যস্নান
মানবিক অবস্থার তীর্থ সংস্থান
এতোটা দীর্ঘ পথ
যেটুকু প্রেরণার- "