কত কষ্টে কাটে রে তোমায় বিনা।
তোমার স্মৃতি ভুলতে পারি না।
তোমায় ভেবে ভেবে হই পাগল।
আমার এ জীবন থাকবে কিনা?
ওহে প্রিয়া! আছি আমি বদ্ধঘরে,
তোমার থেকে বহু দূরে সরে।
চাইলেও পারি না বাইরে যেতে,
তোমায় বুকের কাছে টেনে নিতে।
একাকী কেমন আছো আপন ঘরে?
আমি হিনা সদা ভয়ে-ডরে;
কভু ফিরবো বলে ছুটে ছুটে গিয়ে
দুয়ার খুলে খুলে দেখছো কিনা?
আমি জেগে জেগে উঠি বারেবারে।
এই বন্দীশালায় র’বো কেমন করে?
তোমার বিরহে ঘুম আসে না!
আমার এ জীবন থাকবে কিনা!