অতীত ঐতিহ্যের চুনতি

ওয়াহিদ আজাদ



চুনতি হাকিমিয়া মাদ্রাসার উন্নয়নের জন্য সরকারী অনুদান চেয়ে ৫ ফেব্রুয়ারি ১৯৪০ সালে মাদ্রাসা কর্তৃপক্ষ কর্তৃক সংশ্লিষ্ট দপ্তর বরাবরে আবেদন করা হলে তৎকালীন বাংলার 'শিল্প অধিদপ্তর' এর পরিচালক ৩০ মে, ১৯৪০ সালে নিম্নোক্ত চিঠি প্রেরণ করেন। সম্প্রতি আমাদের শ্রদ্ধেয়া আম্মা ইন্তেকালের পূর্বে আমি আম্মার আলমিরার পুরনো কাগজ ঘেঁটে এইটি পাই। আম্মা বলেন, এটি আমার দাদা মরহুম সুলতান আহমদের নিকট ছিল (আমার বাবা মরহুম আফতাব উদ্দিন)। তিনি ঐ সময়ে মাদ্রাসা প্রশাসনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। চুনতি সংশ্লিষ্ট আরো কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রও সাথে আছে, পরে জানাবো। চূনতি ও চুনতির শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্যের দালিলিক প্রমাণ বিবেচনায় সকলের জ্ঞাতার্থে প্রকাশ করলাম।


১৯৪০ সালের দলিল



Comments

Leave a Replay

Make sure you enter the(*)required information