চুনতি মুন্সী পাড়ার নামকরণ হযরত মুন্সী হায়দার আলী রহ এর নামানুসারে করা হয়েছে এবং চুনতি সিকদার পাড়া, চুনতি মুন্সেফ পাড়া, চুনতি ইউসুফ মৌলভী পাড়ার অধিবাসীদের পুর্ব পুরুষ হলেন হযরত মাওলানা ইব্রাহিম খন্দকার রহ। এরা সকলের পুর্ব পুরুষ হলেন আমীরুল মোমেনীন হযরত ওমর ফারুক রা: :- হযরত ইব্রাহিম খন্দকার রহ, ইনি অতি বড় মানের আউলিয়া ছিলেন, ইনার কবর হলো সিকদার পাড়ায় টিপু জেঠাদের পুকুর পাড়ে। পুকুরটি খনন করার সময় ইনার অক্ষত কাফনসহ দেহের আংগুল কেটে তাজা রক্ত বের হয়েছিলো। হযরত ইব্রাহিম খন্দকার রহ এর পুত্র হলেন হযরত আব্দুর রশিদ রহ হযরত আব্দুর রশিদ রহ এর ৪ পুত্রের একপুত্রের নাম হযরত আহমদ কবির সিকদার রহ হযরত আহমদ কবির সিকদারের পুত্র হলেন হযরত শাহ মাওলানা দানেশ কারামাতুল্লাহ রহ, ইনি অতি উচ্চ মর্যাদার অধিকারী আউলিয়া ছিলেন, ইনি হজে গেলে, সেখানে ইন্তেকাল করেন। হযরত দানেশ কারামাতুল্লাহ রহ এর পুত্র হলেন মুন্সি হায়দার আলী রহ। মুন্সি হায়দার আলীর রহ পুত্ররা হলেন :- ১. হযরত মাওলানা আব্দুর রশিদ রহ 2. হযরত মুন্সী খায়রুল্লাহ রহ 3. হযরত মাওলানা আব্দুল আজিজ রহ 4. হযরত মাওলানা আব্দুল মজিদ রহ 5. হযরত মাওলানা আব্দুল হামিদ 6. হযরত মাওলানা হেদায়েত উল্লাহ। উপরে উল্লেখিত ৬ পুত্রের মধ্যে বংশধর আছেন আমার জানামতে মাত্র ৩ জন পুত্রের। এই ৩ জন হলেন :- ১. মুন্সী খায়রুল্লাহ রহ ২. মাওলানা আব্দুল আজিজ রহ 3. মাওলানা আব্দুল মজিদ রহ মুন্সী খায়রুল্লাহর রহ এর ৬ পুত্র ও ৬ কন্যা মোট ১২ জন সন্তানই আল্লাহর ওলী ছিলেন। তারা হলেন :- ১. হযরত শাহ মাওলানা ফজলুল হক রহ 2. হযরত শাহ মাওলানা তফজ্জলুর রহমান রহ 3. হযরত শাহ মাওলানা মফজ্জলুর রহমান রহ 4. হযরত শাহ মাওলানা আফজালুর রহমান রহ 5. হযরত শাহ মাওলানা ফাজেল গোফরালা রহ 6. হযরত শাহ মাওলানা জিয়াউল হক রহ। ৭. হযরত জুবাইদা খাতুন রহ 8. হযরত হুমায়দা খাতুন রহ 9. হযরত ফজিলা খাতুন রহ 10. হযরত ছফুরা খাতুন রহ 11. হযরত তহুরা খাতুন রহ 12. হযরত তাহেরা খাতুন রহ পীরানে পীর কুতুবে রাব্বানী মাহবুবে সোবহানী হযরত শাহ মাওলানা ফজলুল হক রহ এর দুই পুত্র ৩ মেয়ে ১. শাহজাদা মাস্টার এনামুল হক রহ 2. শাহজাদা মাওলানা একরামুল হক রহ 3. শাহজাদী নওশবা খাতুন রহ (চুনতি সাবেক পীর সাহেব হযরত মাওলানা ওবাইদুর রহমানের রহ দাদী শাশুড়ী) 4. শাহজাদী আফতাব খাতুন রহ (চুনতির দানবীর হযরত ইসলাম খান রহ এর পিতা হযরত মাওলানা আব্দুস সোবহান খানের রহ ২য় স্ত্রী) 5. শাহজাদী আশরাফ খাতুন (ইনি মাত্র ২ বছর বয়সে পানিতে ডুবে ইন্তেকাল করেন, ইনার আম্মাজান হলেন হযরত ফাতেমা রহ, যিনি হযরত শাহ মাওলানা নজির আহমদ রহ এর আম্মাজান)
Make sure you enter the(*)required information