আলহামদুলিল্লাহ্! গত ২৩ ফেব্রুয়ারী রোজ জুমাবার সকাল ১০ টায় অত্যন্ত সুন্দর ভাবে চুনতী মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে www.Chunati.com এর উদ্যোগে জনাব রাশেদুল হক স্যারের সঞ্চালনায় চলতি বছরে ২য় বারের মত আরও ১০০ জন কোমল মতি গরিব মেধাবি শিশু ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠীত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি জনাব ইসমাইল মানিক সাহেব। এবং উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য জনাব আনোয়ার কামাল এবং আরও উপস্থিত ছিলেন জনাব কাজী আরিফুল ইসলাম, জনাব নাঈম নিমু, জনাব শাহাদত খান সিদ্দিকি, জনাব ফরিদ উদ্দিন সিদ্দিকি,জনাব জাহেদুর রহমান, জনাব নজরুল হুদা, জনাব আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, সহ চুনতীর গন্যমান্য ব্যক্তিবৃন্দ এবং চুনতীর বিভিন্ন ক্লাব সমূহের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। এবং Chunati.com এর Volunteers দের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহীম মোহাম্মদ, আযিমুল ইসলাম, রাকিবুল ইসলাম, রায়হান উদ্দিন, শামীম উদ্দীন, শাহেদ হুসাইন, ইফতি, নাঈম, ইব্রাহীম, আরমান, সাঈদ, তমহিদ এবং ইয়াছির।
Make sure you enter the(*)required information